নির্বাচনি তফসিলে অনেকে ভারাক্রান্ত হলেও স্বাগত জানাতে বাধ্য হয়েছেন বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে দেশ গড়ার কর্মসূচির ষষ্ঠ দিনের উদ্বোধনী বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, গণঅভ্যুত্থানের প্রধান আকাঙ্ক্ষা ছিল ভোটাধিকার প্রতিষ্ঠা, তাই বিএনপি তফসিলকে স্বাগত জানিয়েছে। তফসিল ঘোষণার জন্য আলাপ-আলোচনা ও সহিষ্ণুতার মধ্য দিয়ে বিএনপিকেও সংগ্রাম করতে হয়েছে। পিআর গণভোটেরর দাবি যারা করেছিল, তারা গণতন্ত্রের বিপক্ষ শক্তি বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন আহমেদ।
আওয়ামী লীগের ভোটপ্রাপ্তির জন্য একটি দল তাদের বিরুদ্ধে কোনো কথা বলছে না—এমন অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের হত্যযজ্ঞ, দুর্নীতির ইতিহাস যেন আমরা ভুলে না যাই। এ সময়, ধর্মের নামে রাজনীতি ও বিভক্তি বিএনপি চায় না বলেও জানান এই বিএনপি নেতা।
এর আগে, গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণার প্রতিক্রিয়ায় সালাহউদ্দিন আহমেদ বলেন, এই নির্বাচন অবশ্যই গণতন্ত্রের বিজয় এবং গণ-অভ্যুত্থানের অন্যতম প্রত্যাশা পূরণ করবে। আমরা আশা করছি, আগামী নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন হবে এবং বিশ্বজুড়ে স্বীকৃত পাবে। এটি একটি বিশ্বাসযোগ্য নির্বাচন হবে।
এক প্রশ্নে জবাববে তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে এবং মামলা দায়েরের প্রক্রিয়ায় আছে। আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে কি না, সেটি বাংলাদেশের মানুষ মনে করে না। আমরাও মনে করি না। আসলে দলটি রাজনীতিতে ছিলই না, আওয়ামী লীগের ডিএনএতে কোনো গণতন্ত্র ছিল না।
ইএ/এসএন