নির্বাচনি ট্রেন গন্তব্যে পৌঁছাতে আন্তরিকভাবে কাজ করতে হবে: আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আবু সুফিয়ান বলেছেন, নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এর মাধ্যমে নির্বাচনি ট্রেনের যাত্রা শুরু হয়ে গেছে। নির্বাচনি উৎসবের এই ট্রেনকে গন্তব্যে পৌঁছাতে সবাইকে আন্তরিক ভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানে সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং ভোটারদের সম্মিলিত ভূমিকা অপরিহার্য। বিএনপি নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে নির্বাচনের পরিবেশ বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। এরইমধ্যে যারা বিভিন্ন এলাকায় আমার পক্ষে পোষ্টার, ব্যানার ও ফেস্টুন লাগিয়েছেন সেগুলো কমিশনের নির্ধারিত সময়সীমার মধ্যে অপসারণের জন্য নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানাচ্ছি।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর কাজীর দেউরী মোড়ে ২১ নং জামাল খান ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে, তিনি বাদ যোহর আন্দরকিল্লা ওয়ার্ডের হাজারি গলি বায়তুল মামুর জামে মসজিদে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ও সুবিধাবঞ্চিত ৩০০ মানুষের মাঝে খাবার বিতরণ করেন। এছাড়া বাদ আসর কালামিয়া বাজার দোতলা মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং মহানগর বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মরহুম মোহাম্মদ ইসমাইলের ১১তম মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলে শরিক হন এবং তার কবর জিয়ারত করেন।

কর্মীসভায় দলের নেতাকর্মীদের প্রতি নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনাদের সঙ্গে নিয়ে আমরা চট্টগ্রাম-৯ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে চাই। এখন থেকেই ওয়ার্ড, ইউনিট পর্যায়ে প্রতিটি ঘরোয়া বৈঠক ও উঠান বৈঠক শুরু করে দিতে হবে। দলকে তৃণমূল পর্যন্ত সুসংগঠিত করতে হবে।

তিনি বলেন, এলাকার উন্নয়নের জন্য একটি নির্বাচিত ও শক্তিশালী সরকার প্রয়োজন, যা কেবল বিএনপির দ্বারাই সম্ভব। তিনি স্থানীয় নেতাকর্মীদের জনগণের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির জন্য কাজ করার আহ্বান জানান।

জামাল খান ওয়ার্ড বিএনপির আহ্বায়ক তৌহিদুস সালাম নিশাদের সভাপতিত্বে ও সদস্য সচিব দিদারুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন লিপু, শাহেদ বক্স, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সভাপতি মঞ্জুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, মহানগর বিএনপি নেতা হেলাল চৌধুরী, এম এ হামিদ, নকিব উদ্দিন ভুইয়া, আবু আহমেদ, ইউছুপ শিকদার, মহানগর মৎস্যজীবী দলের সভাপতি হাজী নুরুল হক, জামাল খান ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী শাহজাহান, যুগ্ম আহ্বায়ক আব্দুল আহাদ স্বপন, কামাল উদ্দিন, মনসুর আলম, দোলন দাশ, মো. আলমগীর, মো. সেলিম, আবু নাছের চৌধুরী পেয়ারু, আসাদুল ইসলাম সুমন, বিএনপি নেতা কলিম উদ্দিন, ওসমান গনি, প্রশান্ত কুমার পাণ্ডে, আজগর আলী, হেলাল উদ্দিন, আবুল কালাম, শাহ আলম, জানে আলম, আব্দুল্লাহ আল হাসান সোনামানিক, মর্জিনা বেগম প্রমুখ।

আরপি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ঢামেকে তোপের মুখে মির্জা আব্বাস Dec 12, 2025
img
ওসমান হাদী গুলিবিদ্ধ : ঢাকা মেডিকেলে সেনাবাহিনী মোতায়েন Dec 12, 2025
img
ওসমান হাদি গুলিবিদ্ধের পর মাহফুজ আলমের মন্তব্য Dec 12, 2025
img
ওসমান হাদিকে ঘটনায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করবে ইসি Dec 12, 2025
img
হাদিকে দেখতে ঢামেকে মির্জা আব্বাস Dec 12, 2025
img
সব ধরনের প্রচার উপকরণ সরানোর নির্দেশ জামায়াত আমিরের Dec 12, 2025
img
ওসমান হাদি গুলিবিদ্ধ, আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি শিবির সভাপতির Dec 12, 2025
img
ওসমান হাদীর ঘটনায় ক্ষোভ প্রকাশ আবিদুলের Dec 12, 2025
img
হাদিকে হত্যাচেষ্টা নির্বাচন বানচালের ষড়যন্ত্র : ছাত্রদল সম্পাদক Dec 12, 2025
img
হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার Dec 12, 2025
img
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা ও ভাঙচুর, ডিএনসিসির মামলা Dec 12, 2025
img
ওসমান হাদি গুলিবিদ্ধ, দৃঢ় ব্যবস্থা নেয়ার দাবি মির্জা ফখরুলের Dec 12, 2025
ফিফা বিশ্বকাপ টিকিটের দামে হতবাক ফুটবলভক্তরা Dec 12, 2025
বিজয় দিবসে যা করবেন | ইসলামিক টিপস Dec 12, 2025
img

শামসুজ্জামান দুদু

চারদিকে হানাদার ও শত্রু, জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে Dec 12, 2025
যদি বিএনপি রাষ্ট্রক্ষমতায় না আসে, তাহলে কারা আসবে?: আব্দুস সালাম Dec 12, 2025
নামাজে মনোযোগী হওয়ার উপায় | ইসলামিক টিপস Dec 12, 2025
img
ওসমান হাদি আগে থেকেই হুমকি পাচ্ছিলেন Dec 12, 2025
img
ওসমান হাদি গুলিবিদ্ধ, ছাত্রদলের তীব্র নিন্দা Dec 12, 2025
img
ছাত্র-জনতাকে প্রস্তুত থাকার আহ্বান সাদিক কায়েমের Dec 12, 2025