ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কাজলা গেট হয়ে তালাইমারী মোড়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ তুলে বলেন, হামলাকারীরা প্রকাশ্যে গুলি চালালেও এখনো তাদের শনাক্ত বা গ্রেফতার করা হয়নি। দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি করা হবে।
বক্তারা বলেন, ওসমান হাদির ওপর হামলাকারীদের হুঁশিয়ার করে বলতে চাই, তোমাদের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। ইন্টেরিম সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে, নইলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।’
সমাবেশ শেষে গুলিবিদ্ধ ওসমান হাদির সুস্থতা কামনায় মোনাজাত করা হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন রাকসুর ভিপি ও রাবি ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার, রাবি ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদ ফায়সালসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।