যুক্তরাজ্যের এক জাদুঘর থেকে ৬০০ শিল্পকর্ম চুরি

যুক্তরাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর ব্রিস্টলের জাদুঘর থেকে ৬ শতাধিক শিল্পকর্ম চুরি হয়েছে। চুরি হওয়া এসব শিল্পকর্মগুলো যুক্তরাজ্যের রাজপরিবার, ব্রিটিশ সাম্রাজ্য এবং কমনওয়েলথভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্কিত।

ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত ব্রিস্টল মিউজিয়ামের সংগ্রহশালা থেকে ব্রিটিশ সাম্রাজ্য ও কমনওয়েলথের ইতিহাস সম্পর্কিত ৬০০-এর বেশি মূল্যবান নিদর্শন চুরি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অ্যাভন ও সামারসেট পুলিশ বৃহস্পতিবার চারজন সন্দেহভাজনের ছবি প্রকাশ করেছে।

তদন্তকারীরা জানিয়েছেন, ২৫ সেপ্টেম্বর ভোরে মিউজিয়ামের স্টোরেজ সুবিধায় ঢুকে এসব সামগ্রী চুরি করা হয়। পুলিশ এখনো জানায়নি, দুই মাসেরও বেশি সময় পর কেন এই জনসাধারণের সহযোগিতা চাওয়া হচ্ছে। তবে তারা জানিয়েছে, ঘটনাস্থলের আশপাশে দেখা চারজন ব্যক্তির সঙ্গে কথা বলতে চায় তারা।

ব্রিস্টল সিটি কাউন্সিল জানিয়েছে, চুরি হওয়া সংগ্রহে ছিল পদক, ব্যাজ, পিন, গয়না, খোদাই করা হাতির দাঁতের তৈরি শিল্পকর্ম, রুপার সামগ্রী, ব্রোঞ্জের মূর্তি এবং বিভিন্ন ধরনের ভূতাত্ত্বিক নমুনা।

সিটি কাউন্সিলের সংস্কৃতি ও সৃজনশীল শিল্প বিভাগের প্রধান ফিলিপ ওয়াকার বলেছেন, এসব সামগ্রী প্রায় দুই শতাব্দী ধরে ব্রিটেনের সঙ্গে বিভিন্ন সাম্রাজ্যভুক্ত দেশের সম্পর্ককে তুলে ধরে। তিনি বলেন, ‘এই সংগ্রহ বহু দেশের ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ। ব্রিটিশ সাম্রাজ্যে জড়িত এবং তার প্রভাবে বদলে যাওয়া মানুষের জীবন সম্পর্কে অনন্য তথ্য দেয় এসব নিদর্শন।’

তদন্তের দায়িত্বে থাকা ডিটেকটিভ কনস্টেবল ড্যান বারগান বলেন, এই চুরিটি ‘শহরের জন্য বড় ক্ষতি।

’ তিনি আরো বলেন, ‘এই সামগ্রীগুলো, যেগুলোর অনেকই দান করা, ব্রিটিশ ইতিহাসের জটিল এক অধ্যায় সম্পর্কে ধারণা দেয়। তাই জনগণের সহযোগিতায় আমরা দায়ীদের আইনের আওতায় আনতে চাই।’

ব্রিস্টল শহরের ইতিহাস আটলান্টিক দাসবাণিজ্যের সঙ্গে গভীরভাবে জড়িত। ১৮০৭ সালে দাস বাণিজ্য নিষিদ্ধ হওয়ার আগে এখানকার জাহাজ কমপক্ষে পাঁচ লাখ আফ্রিকানকে জোর করে দাস হিসেবে আমেরিকার দিকে নিয়ে গিয়েছিল। সেই ভয়ংকর বাণিজ্যের অর্থই শহরের এখনো টিকে থাকা জর্জিয়ান স্থাপত্যের অনেক অংশে বিনিয়োগ হয়েছিল।

মিউজিয়ামের বড় সংগ্রহে রয়েছে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের সামগ্রী, আফ্রিকার ঐতিহাসিক পোশাক, ছবি, চলচ্চিত্র, ব্যক্তিগত কাগজপত্র এবং অডিও রেকর্ডিং, যেগুলো মিউজিয়ামের মতে, ‘ইতিহাসের কঠিন ও বিতর্কিত এক সময়ের বিভিন্ন মানুষের জীবন ও পরিবেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয়।’

সূত্র : আল জাজিরা

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
একসঙ্গে পর্দায় ফিরছে বিজয় ও রাশমিকার কেমিস্ট্রি Jan 27, 2026
img
প্রেক্ষাগৃহে সালমান শাহর তিন সিনেমা Jan 27, 2026
img
উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়ায় ছন্দার জমজ দুই মেয়ে Jan 27, 2026
img
৫২ বছর বয়সেও হৃতিকের ফিট থাকার রহস্য Jan 27, 2026
img
নীল রেইনকোটের অপেক্ষায় অর্পিতার হৃদয় Jan 27, 2026
img
আজ সারিকা সাবরিনের জন্মদিন Jan 27, 2026
img
অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে মধুমিতার প্রাক্তন! Jan 27, 2026
img
দুই দশক পর সংগীতাঙ্গনে ফিরছে হাবিব-কায়া জুটি Jan 27, 2026
img
বলিউডে নতুন হিসাব, আমিশা প্যাটেলের সরাসরি বার্তা Jan 27, 2026
img
ব্লকবাস্টারের সম্ভাবনা নিয়ে আসছে চিয়ান৬৩ Jan 27, 2026
img
আপনারা প্রমিজগুলো রাখবেন, জনগণ হিসেবে আমরা এটুকুই চাই: তৌসিফ মাহবুব Jan 27, 2026
img
কারাগারে ভোট দেবেন ইনু-মেননসহ ২২ সাবেক এমপি-মন্ত্রী Jan 27, 2026
img
স্কুলের বন্ধু ওরিকে আনফলো করলেন সারা আলি Jan 27, 2026
img
গানের জাদুকর 'প্রীতম হাসান' এর জন্মদিন আজ Jan 27, 2026
img
টলিউডে নতুন চরিত্রে হাজির হচ্ছেন স্বস্তিকা Jan 27, 2026
img
‘কমফোর্টের কথা ভেবেই মূলত সানগ্লাস পরা’ Jan 27, 2026
img
আত্মীয়-স্বজনরা ফোন করে বলছে তুই নাকি মৌসুমীকে বিয়ে করেছিস: হাসান জাহাঙ্গীর Jan 27, 2026
img
চলচ্চিত্র পরিচালক ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাসের জন্মদিন আজ Jan 27, 2026
img
ছোট পর্দায় প্রথমবার একসঙ্গে প্রীতম ও মেহজাবীন Jan 27, 2026
img
ঈদে তৌসিফের সঙ্গে ছোট পর্দায় আসছেন তানজিন তিশা Jan 27, 2026