ধানমন্ডির এক পুরোনো ফ্ল্যাটে অর্পিতা একা থাকে, নীরব এবং নিয়মিত ব্যাচেলর জীবনে বাঁধা। প্রতিদিন বিকেল ৫টা ২০ মিনিটে বারান্দায় দাঁড়িয়ে থাকে, কারও জন্য নয়, এক মুহূর্ত, এক সম্ভাবনা, আর নীল রঙের জন্য অপেক্ষা।
বর্ষার এক দিনে পুরোনো নীলক্ষেতের বইয়ের দোকানে ভিজে তার পরিচয় হয় শুভ্রের সঙ্গে, নীল রেইনকোট পরা, রবীন্দ্রনাথপ্রেমী এক তরুণ। চা, বই, বৃষ্টি আর সাধারণ কথার মাঝেই জন্ম নেয় এক নিঃশব্দ সংযোগ। বিদায়ের সময় শুভ্র প্রতিশ্রুতি দেয়, ফিরলে নীল রেইনকোট পরেই ফিরে আসবে।
অর্পিতার জীবন ধীরে ধীরে অপেক্ষায় রূপ নেয়। দোকান, টং, খালি চেয়ার, স্মৃতি, সব কিছু তার হৃদয়ে জাগায় নীল রেইনকোটের আগমনের প্রতীক্ষা। একদিন বাস্তবে দেখা হয়, এবং সে দৌড়ে চিৎকার করে ডাকে, ‘অ্যাই শুভ্র, শুনছেন…?’
এই গল্পের ওপর নির্মিত হয়েছে আসন্ন ভালোবাসা দিবসের নাটক ‘নীল রেইনকোট’। তানভীর হাসানের গল্প রুবেল আনুশ পরিচালনা করেছেন। শুভ্র চরিত্রে অভিনয় করেছেন সাদ নাওভি এবং অর্পিতার চরিত্রে জিম। এটি তাদের প্রথম একসঙ্গে কাজ।
পরিচালক জানান, ভালোবাসা দিবসকে ঘিরেই এই স্যাড-রোমান্টিক নাটকটি বানানো হয়েছে। প্রযোজক আকবর হায়দার মুন্না জানিয়েছেন, নাটকটি ইউটিউবে উন্মুক্ত হবে আগামী ৬ ফেব্রুয়ারি। এছাড়া এতে অভিনয় করেছেন দিশা রহমান, আনোয়ার আজপুর, আনোয়ার, সিদ্ধাত্য, আব্রাহাম তামিম প্রমুখ।
আইকে/এসএন