দেশকে আবারও যারা ধ্বংসের দিকে নিয়ে যেতে চাচ্ছে তাদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
রোববার (১৪ ডিসেম্বর) রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই হুঁশিয়ারি দেন তিনি।
রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘দেশকে যারা আবারো ধ্বংসের দিকে নিয়ে যেতে চাচ্ছে, সেই অপশক্তিকে আর ছাড় দেয়া হবে না।’
দেশের সার্বভৌমত্ব রক্ষায় শহীদ বুদ্ধিজীবিদের ত্যাগকে ধারণ করে তাদের দমনেরও হুঁশিয়ারি দেন সিপিবির সাধারণ সম্পাদক।
গত শনিবার রাতে রায়েরবাজার বধ্যভূমিতে পুষ্পকে আগুন দেয়ার অভিযোগ তুলে তিনি বলেন, ‘এ ঘটনায় জড়িতদের এখনো আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।’
শহীদ বুদ্ধিজীবি দিবসে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা সরকারের দায়িত্বের অবহেলা নাকি মুক্তিযুদ্ধবিরোধী শক্তির সঙ্গে দেশকে একাত্তরের মতো মেরুদণ্ডহীন করা চেষ্টা করা হচ্ছে, তা ক্ষতিয়ে দেখার আহ্বান জানান রুহিন হোসেন প্রিন্স।
উল্লেখ্য, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টার নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা এবং যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধারা মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সর্বস্তরের মানুষের জন্য স্থান দুটি উন্মুক্ত করে দেয়া হয়।
কেএন/টিকে