বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে ফেরার দিন এমন সংবর্ধনা দেওয়া হবে, যা অতীতে কোনো নেতাকে দেওয়া হয়নি।
রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা দলের আলোচনায় তিনি এসব বলেন।
মির্জা ফখরুল বলেছেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ থাকায় আমরা উদ্বিগ্ন। কোনো প্রতিহিংসার রাজনীতি নয়, কিন্তু পলাতক ফ্যাসিস্টরা পাশ্ববর্তী দেশ থেকে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। হাদিকে, এরশাদুল্লাহকে হত্যার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চাইছে।
মির্জা ফখরুল বলেন, আজকে বাংলাদেশের মানুষ স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে থাকবে নাকি স্বাধীনতার বিপক্ষের পক্ষে থাকবে। আমি মনে করি, যারা স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল, তাদের বিশ্বাস করার কোনো কারণ নেই।
টিকে/