গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে সোমবার (আগামীকাল) দুপুরে এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে।
তাকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল দুপুর দেড়টায় ঢাকা থেকে উড্ডয়নের অনুমতি চেয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিমানবন্দর সূত্র জানায়, এয়ার অ্যাম্বুলেন্সটি সকাল সাড়ে ১০টায় ঢাকায় অবতরণ ও দুপুর দেড়টায় ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়নের অনুমতি চেয়েছে। হাদির সঙ্গে কে কে যাচ্ছেন, এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর পরিকল্পনা করা হয়।
এদিকে, মস্তিষ্কসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের কারণে তার শারীরিক অবস্থা এখনও খুবই আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এসএন