সিলেটে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার (১৪ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চত করে সিলেট মহানগর পুলিশ।
পুলিশ জানায়, গত শনি ও রোববার নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- আওয়ামী লীগের সক্রিয় সদস্য তায়েফ আহমদ, মো. ফেরদৌস রহমান, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য তানজির আলী, মোগলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবিদুর রহমান আবিল, মুমিনুল ইসলাম মুমিন ও মহানগর যুবলীগের সক্রিয় সদস্য তুহেল আহমদ।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম জানান, তারা সবাই বিস্ফোরক, সন্ত্রাসবিরোধী আইন ও পেনাল কোড মামলার আসামি। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ইএ/টিএ