ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দলীয় কার্যক্রম পরিচালনায় নতুন কার্যালয় করছে বিএনপি। এ উপলক্ষে সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ৩ টায় সংবাদ সম্মেলন করবে বিএনপি। সেখানে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবে দলটি।
রোববার (১৪ ডিসেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, জাতীয় নির্বাচন পরিচালনা উপলক্ষে সোমবার বেলা ৩টায় গুলশান-২ নম্বর এলাকার বাড়ি নম্বর ১০/সি, রোড নম্বর ৯০ এ সংবাদ সম্মেলন করা হবে।
জানা গেছে, নতুন এ অফিসটি বিএনপি চেয়ারপার্সনের কার্যালয় সংলগ্ন ইউনিমার্টের বিপরীতে অবস্থিত।
শায়রুল জানান, সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়েও বক্তব্য রাখা হবে।
ইউটি/টিএ