কৌতুক অভিনেতা কপিল শর্মার বড় পর্দায় প্রত্যাবর্তন ‘কিস কিসকো প্যর করুণ ২’ দর্শকের মন জয় করতে পারেনি। ২০১৫ সালের সফল ছবির আত্মিক সিক্যুয়েল হিসেবে যাত্রা শুরু করলেও মুক্তির পর থেকে ছবি বেশিরভাগ পর্যালোচনায় দুর্বল এবং বক্স অফিসে একেবারেই হালকা প্রতিক্রিয়া পেয়েছে। প্রথম সপ্তাহান্তে ছবিটি মাত্র ৬.৬০ কোটি টাকা আয়ের মাধ্যমে শুরু করেছে।
রবিবার সামান্য বাড়তি আয়ের মধ্যে দিয়ে ২.৬৫ কোটি টাকা সংগ্রহ করলেও, প্রথম দিনের মাত্র ১.৬০ কোটি টাকার আয়ের সঙ্গে তুলনা করলে সামান্য ১০ শতাংশ বৃদ্ধিও দর্শক প্রত্যাশা পূরণ করতে পারছে না। ফলে মোট আয় সম্ভাবনা এখন প্রায় ১০–১২ কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ বলে ধারণা করা হচ্ছে।
অনুকল্প গোস্বামী পরিচালিত এই ছবিতে সমস্যা মূলত পুরনো ধাঁচের কৌতুক ও পুনরাবৃত্ত গল্পের কারণে। চলতি বছরের বক্স অফিস হিট ‘ধুরন্ধর’-এর সঙ্গে তুলনা করলে কিশোরী ও প্রাপ্তবয়স্ক দর্শকদের মধ্যে ছবির প্রভাব অনেক কম। এই পরিস্থিতিতে ‘কিস কিসকে প্যর করুণ ২’ সাম্প্রতিক ফ্র্যাঞ্চাইজি ফ্লপের তালিকায় যুক্ত হয়েছে, যেখানে রয়েছেন ‘সন অব সরদার ২’ এবং ‘মাস্টি ৪’-এর মতো চলচ্চিত্র।
ছবিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মঞ্জোৎ সিং, পারুল গুলাতি, ত্রিধা চৌধুরি এবং প্রয়াত অভিনেতা আসরানি। বর্তমানে ছবিটি ডিজিটাল প্ল্যাটফর্ম জিওহটস্টারে মুক্তির প্রস্তুতি নিচ্ছে, যেখানে অনলাইনে দর্শকরা ছবিটি দেখতে পারবেন।
এমকে/এসএন