মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকাজুড়ে লাল-সবুজ আলোকসজ্জা করা হয়েছে। জাতীয় পতাকার রঙে সেজেছে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি ও আধা-সরকারি ভবনসহ বিভিন্ন এলাকা।
সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকেই রাজধানীর নানা স্থাপনায় চোখে পড়ে বর্ণিল আলোর ঝলকানি। এসব আলোকসজ্জা নগরবাসীর মধ্যে বিজয়ের আনন্দ ও দেশপ্রেমের আবহ তৈরি করেছে।
বিশেষ করে হাইকোর্ট, কার্জন হল, মতিঝিলের শাপলা চত্বর, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ বিমানের অফিস ভবন, আগারগাঁও পাসপোর্ট অফিস, এনবিআর কার্যালয়, সেচ ভবনসহ বিভিন্ন সরকারি অফিস ভবন এবং প্রধান সড়কগুলোতে গাছ, ল্যাম্পপোস্ট ও ভবনের সম্মুখভাগ লাল-সবুজ আলোতে সাজানো হয়েছে।
বিজয় দিবসকে ঘিরে এসব আলোকসজ্জা দেখতে নগরবাসী, বিশেষ করে তরুণ-তরুণীরা ভিড় করছেন বিভিন্ন এলাকায়। অনেকেই মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মহান মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরা এবং বিজয়ের আনন্দকে আরো প্রাণবন্ত করে তুলতেই এই আলোকসজ্জার আয়োজন করা হয়েছে।
এবি/টিকে