সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় মহান বিজয় দিবসের কর্মসূচি শুরু হয় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করেন। এ সময় উপস্থিত সবাই সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন, যা মুহূর্তটিকে আরও আবেগঘন ও গৌরবময় করে তোলে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কনসুলেটের সকল কর্মকর্তা-কর্মচারী, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতা এবং সারজাহ সমিতির সদস্যরা। বক্তারা মহান মুক্তিযুদ্ধের আত্মত্যাগ, শহীদদের বীরত্ব এবং স্বাধীনতার তাৎপর্য গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মসূচির শেষ পর্বে মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং অব্যাহত অগ্রযাত্রা কামনার মধ্য দিয়ে সকালের অধিবেশন সমাপ্ত হয়।
এসএস/এসএন