বলা হয়েছিল চলচ্চিত্র। কিন্তু শেষ পর্যন্ত ২০২৩ সালে ওটিটি প্ল্যাটফরমে মুক্তি পেয়েছিল ‘রক্তজবা’। ইমপ্রেস টেলিফিল্ম এটি প্রযোজনা করেছিল। সিনেমা হলে মুক্তি দেওয়ার পরিকল্পনাও ছিল।
কিন্তু শেষ পর্যন্ত নিজেদের অবস্থান থেকে সরে আসে প্রযোজনা প্রতিষ্ঠানটি। আর নিজেদের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে ২৫ টাকার বিনিময়ে সিনেমাটি দেখার জন্য মুক্তি দেয়। সেসময় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছিল ইমপ্রেস টেলিফল্ম।
বাংলাদেশে প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত ছবিকেই এত দিন দেওয়া হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
এবার প্রথমবার সিনেমা হলে মুক্তি না পেয়েও ‘রক্তজবা’ পেল জাতীয় পুরস্কার। এই চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেননি এর পরিচালক নিয়ামুল মুক্তা। কিন্তু তিনি এর চিত্রনাট্যকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। যদিও মুক্তা এই পুরস্কার প্রত্যাখ্যান করেছেন।
তবুও চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই বিস্মিত হয়েছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য সিনেমা হলে মুক্তি না পাওয়া ছবি কিভাবে মুক্তি পায়।
এ প্রসঙ্গে নিয়ামুল মুক্তা বলেন, ‘আমার পরিচালিত ছবি কোথায়, কোন সিনেমা হলে চলেছে- তা আমিই জানি না এখন পর্যন্ত। সিনেমা হলে মুক্তি না পেলে কোনো ছবি জাতীয় পুরস্কারের জন্য বিবেচিত হতে পারে কিনা- আমার প্রশ্ন।’
তিনি আরো বলেন, ‘ছবিটির চিত্রনাট্য লিখেছে মুহাম্মাদ তাসনীমুল হাসান তাজ।
তিনি ছবিতে সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন। এখন আমি যে কাজ করি নাই, তার জন্য কেনো পুরস্কার নিবো? তাই আমি এ পুরস্কার প্রত্যাখ্যান করছি এবং একই সঙ্গে তাজের হাতে এ পুরস্কার দেখতে চাই।’
‘রক্তজবা’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, শরিফুল রাজ, লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, জয়িতা মহলানবিশ, অরিত্র আরিয়া, কামরুল জিন্নাহ, উজ্জল কবির হিমু, কাজী তানভির, অপু প্রমুখ। এতে প্রধান শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছেন জর্জ।
এসকে/টিএ