মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার ওপর নিষেধাজ্ঞাপ্রাপ্ত তেলবাহী ট্যাংকারে পূর্ণাঙ্গ অবরোধের নির্দেশ দেওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম এক লাফে বেড়েছে। বুধবার তেলের দাম ১ শতাংশের বেশি বৃদ্ধি পায়।
ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭০ সেন্ট বা ১ দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়ায় ৫৯ দশমিক ৬২ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৭৩ সেন্ট বা ১ দশমিক ৩ শতাংশ বেড়ে হয় ৫৬ ডলার।
বিশ্লেষকরা বলছেন, ভেনেজুয়েলা থেকে দৈনিক প্রায় ৪ থেকে ৫ লাখ ব্যারেল তেল সরবরাহে প্রভাব পড়তে পারে, যা বাজারে বাড়তি চাপ তৈরি করছে। এতে তেলের দাম ব্যারেলপ্রতি আরও ১ থেকে ২ ডলার বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় অগ্রগতির খবরে তেলের দাম পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। তবে ভেনেজুয়েলা ইস্যুতে নতুন করে ভূরাজনৈতিক উত্তেজনা তৈরি হওয়ায় সেই ধারা বদলে গেছে।
ট্রাম্প মঙ্গলবার ভেনেজুয়েলার শাসকদের ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে উল্লেখ করেন এবং দেশটির তেল রপ্তানিতে কড়াকড়ি আরোপের ঘোষণা দেন। এর এক সপ্তাহ আগেই যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূলে একটি নিষেধাজ্ঞাপ্রাপ্ত তেলবাহী জাহাজ জব্দ করেছিল।
তবে কতগুলো ট্যাংকার এই অবরোধের আওতায় পড়বে এবং যুক্তরাষ্ট্র কীভাবে তা বাস্তবায়ন করবে-সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানায়নি ওয়াশিংটন।
বিশ্লেষকদের মতে, বাজারে আপাতত তেলের সরবরাহ যথেষ্ট থাকলেও এই অবরোধ দীর্ঘস্থায়ী হলে ভবিষ্যতে তেলের দাম আরও বাড়তে পারে।
পিএ/এসএন