দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবার একসঙ্গে ফিরছেন শাহিদ কাপুর ও পরিচালক বিশাল ভরদ্বাজ। তাদের নতুন ছবি ‘ও রোমিও’ ঘিরে ইতিমধ্যেই বাড়ছে উত্তেজনা। এই ছবিতে শাহিদের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে যুক্ত হয়েছেন বিক্রান্ত ম্যাসি, তামান্না ভাটিয়া ও দিশা পাটানি। এর আগেই ছবির সঙ্গে নাম জুড়েছিল তৃপ্তি ডিমরি ও নানাপাটেকরের। সব মিলিয়ে শক্তিশালী অভিনয়শিল্পীদের সমাবেশে ‘ও রোমিও’ এখন থেকেই চর্চার কেন্দ্রে।
আগামী বছরের ১৩ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসের ঠিক আগের দিনে মুক্তি পাওয়ার কথা এই ছবির। নির্মাতাদের দাবি, বিশাল ভরদ্বাজের চেনা ঘরানার গল্প বলার ধরনই এই ছবির মূল আকর্ষণ যেখানে থাকবে তীব্র আবেগ, বহুস্তরীয় সম্পর্ক আর গভীর নাটকীয়তা। ছবিটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। সেট নির্মাণে থাকছে জাঁকজমক, তবে বাস্তবতার ছোঁয়া বজায় রেখেই কাজ করছেন শিল্প নির্দেশক মুস্তাফা স্টেশনওয়ালা।
নির্মাতারা স্পষ্ট করে জানিয়েছেন, ‘ও রোমিও’ কোনও একক নায়কের ছবি নয়। এটি একেবারেই চরিত্রনির্ভর, যেখানে প্রতিটি অভিনেতার উপস্থিতিই গল্পকে এগিয়ে নিয়ে যাবে। ফলে শাহিদ কাপুরের পাশাপাশি অন্যান্য অভিনেতা-অভিনেত্রীদের ভূমিকাও হবে সমান গুরুত্বপূর্ণ।
উল্লেখযোগ্যভাবে, এই ছবি শাহিদ কাপুর ও বিশাল ভরদ্বাজের চতুর্থ একসঙ্গে কাজ। এর আগে ‘কামিনে’, ‘হায়দার’ ও ‘রঙ্গুন’-এ তাঁদের জুটি দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।
প্রতিবারই সাহসী গল্প ও জোরালো চরিত্রের জন্য এই জুটির কাজ আলাদা করে নজর কেড়েছে।
রোমান্টিক আবহের সঙ্গে শক্তিশালী নাটকীয় বুনন এবং একঝাঁক প্রথম সারির অভিনেতার উপস্থিতি সব মিলিয়ে ‘ও রোমিও’ ইতিমধ্যেই আগামী বছরের ভালোবাসা দিবসের সম্ভাব্য বড় ছবি হিসেবে ধরা হচ্ছে। মুক্তির আগেই ছবিটি ঘিরে প্রত্যাশা যে তুঙ্গে, তা বলাই বাহুল্য।
আরপি/এসএন