হাওয়া’র সাফল্যের পর নির্মাতা মেজবাউর রহমান সুমন আসছেন তার দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘রইদ’ নিয়ে। সদ্য প্রকাশিত ট্রেইলারেই ইঙ্গিত মিলেছে দীর্ঘ অপেক্ষার পর এই গল্পের রৌদ্র বেশ তীব্র হতে যাচ্ছে। নির্মাতার ভাষ্য অনুযায়ী, সিনেমাটির আখ্যান আবর্তিত হয়েছে আদম-হাওয়ার আদিম কাহিনি ঘিরে।
গতকাল সন্ধ্যায় ঢাকার বেইলি রোডে আনুষ্ঠানিকভাবে ট্রেলার উন্মুক্তের আয়োজন করা হয়।
সেই আয়োজনের সঙ্গে ছিল সংবাদ সম্মেলন। সেখানে নির্মাতা পক্ষ সিনেমাটি নিয়ে তাদের সামগ্রিক পরিকল্পনার কথা তুলে ধরেন। পরে সামাজিক মাধ্যমে এটি প্রকাশ করা হয়। সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে, চলচ্চিত্রপ্রেমীরা কৌতূহলি হয়েছেন ট্রেলারে।
মুক্তির আগেই আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে ‘রইদ’। সিনেমাটি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ উৎসব ‘ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল রটারড্যাম’-এর ৫৫তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগ ‘টাইগার কম্পিটিশন’-এ অফিশিয়ালি নির্বাচিত হয়েছে। বাংলাদেশের কোনো পূর্ণদৈর্ঘ্য সিনেমার জন্য এই বিভাগে নির্বাচিত হওয়া এটিই প্রথম।
এই বিভাগেই একসময় তাদের ক্যারিয়ারের শুরুর দিকে কাজ প্রদর্শন করেছিলেন ক্রিস্টোফার নোলান ও বং জুন-হোর মতো নির্মাতারা।
ট্রেইলার প্রকাশনা আয়োজনে সিনেমাটির ভাবনা প্রসঙ্গে মেজবাউর রহমান সুমন বলেন, ‘সাদু, তার পাগল স্ত্রী এবং তাদের বাড়ির পাশের তালগাছকে ঘিরে এই গল্পে আমরা আদতে আদম ও হাওয়ার আখ্যানকেই অনুসন্ধান করেছি। হাজার বছরের সেই কাহিনিকে আমরা পুনর্গঠন করেছি অনুভূতির বর্তমান সময়ে। পুরো সিনেমাজুড়ে চিত্রশিল্পী এস এম সুলতানের দেখা গ্রামীণ বাংলার আবহ উপস্থিত।’
প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গ-এর পক্ষ থেকে প্রযোজক মুশফিকুর রহমান জানান, সংকটকালেও যেসব নির্মাতা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন, মেজবাউর রহমান সুমন তাদের একজন। সেই বিবেচনাতেই এই সিনেমার সঙ্গে যুক্ত হওয়া।
‘রইদ’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ আরও অনেকে।
সিনেমাটির গল্প লিখেছেন মেজবাউর রহমান সুমন ও সেলিনা বানু মনি। চিত্রনাট্যে রয়েছেন মেজবাউর রহমান সুমন, জাহিন ফারুক আমিন, সিদ্দিক আহমেদ এবং সুকর্ণ শাহেদ ধীমান।
আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রইদ’।
এমকে/টিএ