পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুই ছেলে, কাসিম খান ও সুলাইমান ঈসা খান, কারাবন্দি বাবার সঙ্গে দেখা করতে পাকিস্তানে আসার পরিকল্পনা করছেন। আগামী জানুয়ারি মাসেই তারা এই সফর করতে চান বলে স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন।
কাসিম ও সুলাইমান জানান, তারা ইতোমধ্যে পাকিস্তান সফরের জন্য ভিসার আবেদন করেছেন, তবে এখনো ভিসা পাননি। এর আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী নিশ্চয়তা দিয়েছিলেন যে, তারা বাবার সঙ্গে দেখা করতে এলে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
দীর্ঘদিন ধরে কারাগারে থাকা বাবার শারীরিক অবস্থা ও নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইমরান খানের দুই ছেলে। তারা জানান, গত সাত মাস ধরে বাবার সঙ্গে তাদের কোনো কথা হয়নি। তাদের আশঙ্কা, তারা হয়তো আর কখনোই বাবাকে দেখতে পাবেন না।
কারাগারের পরিবেশ বর্ণনা করতে গিয়ে তারা জানান, ইমরান খানকে যে অবস্থায় রাখা হয়েছে তা অত্যন্ত 'ভয়াবহ'। সুলাইমানের মতে, তার বাবাকে কার্যত একটি 'ডেথ সেল' বা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের সেলে রাখা হয়েছে, যেখানে আলো-বাতাস নেই বললেই চলে। সেখানে মাঝেমধ্যেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং পানের জন্য নোংরা পানি সরবরাহ করা হয়।
বাবার মুক্তির দাবি ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তুলে ধরতে তারা আন্তর্জাতিক অঙ্গনেও সরব হওয়ার পরিকল্পনা করছেন। প্রয়োজনে তারা ব্রাসেলস বা জেনেভায় গিয়ে রাজনীতিবিদ ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য, তোশাখানা মামলাসহ একাধিক দুর্নীতির অভিযোগে প্রায় আড়াই বছর ধরে কারাগারে বন্দি আছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান।
ইউটি/টিএ