প্রথম মৌসুমে সম্ভাবনা জাগিয়েও পারেননি। তবে এই মৌসুমে বায়ার্ন মিউনিখের জার্সিতে যেভাবে গোল করে চলেছেন হ্যারি কেইন, তাতে আশাবাদী হয়ে উঠছেন তিনি। বুন্ডেসলিগার এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙা সম্ভব বলে মনে হচ্ছে এই ইংলিশ স্ট্রাইকারের।
২০২০২১ মৌসুমে বায়ার্নের হয়েই রেকর্ডটি গড়েছিলেন রবের্ত লেভানদোভস্কি। জার্মানির শীর্ষ লিগে সেবার ২৯ ম্যাচে ৪১ গোল করেছিলেন এই পোলিশ স্ট্রাইকার।
চলতি মৌসুমে লিগে কেইনের ১৮ গোল হয়ে গেছে ১৪ ম্যাচেই। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগে ৬ ম্যাচে করেছেন ৫ গোল।
স্কাই স্পোর্ট জার্মানির সঙ্গে আলাপে ৩২ বছর বয়সী তারকা বলেন, লেভানদোভস্কির রেকর্ড ভাঙতে ধারাবাহিকতা ধরে রাখতে হবে তাকে। “আমার মনে হয় এটা (রেকর্ড ভাঙা) সম্ভব, বিশেষ করে এই বছর শুরুটা যেভাবে আমি করেছি। এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। আমাকে আরও চার-পাঁচ মাস এই মান ধরে রাখতে হবে। ফুটবলে সবচেয়ে কঠিন কাজ হলো দীর্ঘ সময় ধরে ধারাবাহিক থাকা। অবিশ্বাস্য এক রেকর্ড এবং এটা ভাঙা কঠিন হবে, আমি জানি। এই উচ্চাকাঙ্ক্ষাগুলো পূরণের চেষ্টা করা আমি সবসময় উপভোগ করি।”
জার্মানিতে নিজের প্রথম মৌসুমেই লেভানদোভস্কির রেকর্ড ভাঙার খুব কাছে পৌঁছে গিয়েছিলেন কেইন। ২০২৩-২৪ মৌসুমে বুন্ডেসলিগায় ৩২ ম্যাচে ৩৬ গোল করে আসরের সর্বোচ্চ গোলদাতা হন তিনি।
শীতকালীন বিরতির আগে বুন্ডেসলিগায় বায়ার্ন ও কেইনের সামনে আছে আর একটি ম্যাচ। আগামী রোববার এফসি হাইডেনহাইমের মুখোমুখি হবে তারা। লিগ শিরোপা ধরে রাখার অভিযানে ১৪ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন। দ্বিতীয় স্থানে থাকা লাইপজিগের চেয়ে তারা এগিয়ে আছে ৯ পয়েন্টে।
এবি/টিকে