ইন্টার মায়ামির সঙ্গে এক বছরের নতুন চুক্তি করেছেন লুইস সুয়ারেজ। ২০২৬ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে থাকবেন উরুগুয়ের এই স্ট্রাইকার।
এবারের এমএলএস কাপ চ্যাম্পিয়নরা বুধবার সুয়ারেসকে নতুন করে চুক্তিভুক্ত করার কথা জানায়। গত ৬ ডিসেম্বর তার সঙ্গে মায়ামির আগের চুক্তির মেয়াদ শেষ হয়।
২০২৫ সালে মায়ামির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০ ম্যাচে সমান ১৭টি করে গোল ও অ্যাসিস্ট করেন সুয়ারেস। সম্প্রতি ভ্যানকুভার হোয়াইটক্যাপসকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার এমএলএস কাপ শিরোপার স্বাদ পায় মায়ামি।
আগামী মাসে ৩৯ বছর পূর্ণ করতে যাওয়া সুয়ারেজ ২০২৪ মৌসুমের আগে মায়ামিতে যোগ দেন। সেখানে বার্সেলোনার সাবেক তিন সতীর্থ লিওনেল মেসি, সের্হিও বুসকেতস ও জর্দি আলবার সঙ্গে পুনর্মিলন হয় তার।
এবারের এমএলএস কাপ জয়ের পর ক্যারিয়ারের ইতি টানেন বুসকেতস ও আলবা। মেসির ক্লাবটির সঙ্গে চুক্তি আছে ২০২৮ সাল পর্যন্ত।
সব মিলিয়ে মায়ামির জার্সিতে ৮৭ ম্যাচে ৪২ গোল ও ২৯টি অ্যাসিস্ট করেছেন সুয়ারেজ।
এবি/টিকে