লিওনেল মেসির সঙ্গে আরো এক মৌসুম ইন্টার মায়ামির জার্সিতে দেখা যাবে লুইস সুয়ারেজকে। উরুগুয়ের অভিজ্ঞ এই স্ট্রাইকার ২০২৬ এমএলএস মৌসুমের জন্য ক্লাবটির সঙ্গে নতুন চুক্তিতে সই করেছেন বলে বুধবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে ইন্টার মায়ামি। চুক্তির আর্থিক শর্ত প্রকাশ করা হয়নি। আগামী জানুয়ারিতে সুয়ারেজের বয়স হবে ৩৯ বছর।
ইন্টার মায়ামির নতুন স্টেডিয়াম উদ্বোধনের মৌসুমেও মেসি-সুয়ারেজ জুটিকে একসঙ্গে দেখা যাবে। মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে নির্মিত নতুন এই স্টেডিয়ামেই ব্যাক-টু-ব্যাক এমএলএস এমভিপি মেসির সঙ্গে মাঠে নামবেন সুয়ারেজ। এটি হবে ইন্টার মায়ামির হয়ে তার তৃতীয় মৌসুম।
গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০ ম্যাচে ১৭ গোল করার পাশাপাশি ১৭টি অ্যাসিস্ট করেন সুয়ারেজ।
তবে এমএলএস কাপ প্লে-অফের শেষ চার ম্যাচে তার ভূমিকা তুলনামূলকভাবে সীমিত ছিল এবং ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের বিপক্ষে ৩-১ গোলের ফাইনাল ম্যাচে তিনি খেলেননি।
এর আগে ২০২৪ মৌসুমের শুরুতে ইন্টার মায়ামিতে যোগ দিয়ে ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো সাপোর্টার্স’ শিল্ড জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সুয়ারেজ। ওই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি দলের সর্বোচ্চ ২৫ গোল করেন। নিয়মিত লিগে তার ২০ গোল ছিল পুরো এমএলএসে মেসির সঙ্গে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ।
এদিকে মৌসুম শেষে ইন্টার মায়ামির স্কোয়াডে এসেছে বেশ কিছু পরিবর্তন। অভিজ্ঞ ফুটবলার জর্দি আলবা ও সার্জিও বুসকেতস অবসর নিয়েছেন। পাশাপাশি আগামী মৌসুমের দল গঠনের অংশ হিসেবে ডিফেন্ডার ইয়ান ফ্রের সঙ্গে ২০২৮-২৯ মৌসুম পর্যন্ত চুক্তি নবায়নের ঘোষণাও দিয়েছে ক্লাবটি।
সব মিলিয়ে মেসি-সুয়ারেজ জুটিকে ঘিরে ২০২৬ মৌসুমেও বড় স্বপ্ন দেখছে এমএলএসের বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি।
পিএ/এসএন