দীর্ঘ ১৮ বছরের নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিন তিনি তার মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে লন্ডন থেকে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে সিলেট হয়ে ঢাকায় পৌঁছাবেন।
বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করে জানান, তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি বেলা ১১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
এদিকে তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বিএনপি একটি অভ্যর্থনা কমিটি গঠন করেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে কমিটির সদস্যসচিব ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের দেশে ফেরাটা হবে ঐতিহাসিক। এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে অভ্যর্থনা কমিটি কাজ করছে।
অভ্যর্থনা কমিটির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, তারেক রহমান বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটেই দেশে ফিরবেন এবং ফ্লাইটের নির্ধারিত ল্যান্ডিং টাইম ১১টা ৫৫ মিনিট। তাকে সংবর্ধনা জানানোর স্থান নির্ধারণের কাজ চলছে, চূড়ান্ত হলে তা জানানো হবে। তবে এ ক্ষেত্রে জনদুর্ভোগ হয় এমন কোনো কর্মসূচি গ্রহণ করা হবে না বলে তিনি আশ্বস্ত করেন।
তিনি আরও বলেন, বিমানবন্দর থেকে তারেক রহমান কোথায় যাবেন এবং কোন রুট ব্যবহার করা হবে এসব বিষয়ে কমিটি কাজ করছে। নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হচ্ছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। সরকারিভাবেও সহযোগিতা পাওয়া যাচ্ছে বলে জানান তিনি।
অভ্যর্থনা কার্যক্রমের অগ্রগতি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, সারাদেশের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে ২৪ ডিসেম্বর রাতের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করা যায়। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। তাকে একনজর দেখার আকাঙ্ক্ষা থেকেই এই প্রত্যাবর্তন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলে আমরা আশা করছি। তিনি সবাইকে এই আয়োজনে সহযোগিতা করার আহ্বান জানান।
ইউটি/টিএ