বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেছেন, স্বাধীনতাবিরোধী অপশক্তিকে ভোটের মাধ্যমেই রুখে দিতে হবে। দেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে বারবার বাধাগ্রস্ত করেছে স্বাধীনতাবিরোধী অপশক্তি। এসব শক্তিকে পরাজিত করতে হলে জনগণকে ভোটের অধিকার প্রয়োগ করে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। জনগণের রায়ে একটি নির্বাচিত সরকারই পারে দেশকে সঠিক পথে এগিয়ে নিতে।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার রাজেন্দ্রপুর বাঘৈর নগরে শ্রী শ্রী রাধামাধব জিউ মন্দিরে অনুষ্ঠিত শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
নিপুণ রায় চৌধুরী বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কেউ ঠেকাতে পারবে না। যারা ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা আজও বাংলাদেশের বিরোধিতা করছে।
তাদের কাছ থেকে জাতি ভালো কিছু আশা করতে পারে না। স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধীরা দেশের জনগণের জন্য কাজ করবে না। বিএনপিকে নির্বাচিত করলে দেশের উন্নয়ন হবে।
তিনি বলেন, আগামী দিনে বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয়, তাহলে প্রতিটি পরিবারে নারীপ্রধানের নামে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, যা দিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করা যাবে।
কাজেই আগামী নির্বাচনে এ আসনে ধানের শীষের প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়কে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। নিপুণ রায় বলেন, যারা জান্নাতের টিকিট বিক্রির কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে, যারা স্বাধীনতাবিরোধী এবং যাদের কাছে নারীরা নিরাপদ নয়, সেই ধর্ম ব্যবসায়ীদের ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করতে হবে। নারীদের ক্ষমতায়ন সৃষ্টি করছেন তারেক রহমান। শুধু প্রতিশ্রুতি নয়, তিনি বাস্তবায়নও করেছেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী লাট মিয়া, ঢাকা জেলা কৃষক দলের আহ্বায়ক জুয়েল মোল্লা, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম মোল্লাসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় ব্যক্তিত্ব এবং বিপুলসংখ্যক ভক্ত উপস্থিত ছিলেন।
এসএস/টিএ