রাবিতে আওয়ামীপন্থি ডিনদের পদত্যাগের দাবিতে রাকসু জিএসের আল্টিমেটাম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থি ডিনদের পদত্যাগের দাবিতে আল্টিমেটাম দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মার। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি। 

সালাহউদ্দিন আম্মার লিখেছেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থি ডিনদের অপসারণ করানো হয়নাই। নির্বাচিত বলে পুরো দেড় বছর স্টে করাইছেন প্রশাসন। গতকাল ১৭ডিসেম্বর ডিনদের মেয়াদ শেষ হইছে, শুনেছি এই ডিনদের আবার সময় বাড়িয়ে দিয়েছে প্রশাসন। আমার আল্টিমেটাম আমি ফিলাপ করে তারপর ছাড়ি এটা প্রশাসন ভালোমতো জানেন। আওয়ামীপন্থি ডিনরা আগামীকাল ডিন অফিসের চেয়ারে দেখলে শা*য়া কেটে কাউয়া দিয়ে খাওয়াবো।’

তিনি আরও বলেন, ‘আজ সময় দিলাম রিজাইন দেয়ার জন্য সম্মানের সঙ্গে। আগামীকাল অফিসে গিয়ে বাকিটা বুঝিয়ে দেবো। নমনীয়তা আমাদের জন্য কাল হয়ে গেছে, আগামীকাল আল্লাহর ওয়াস্তে কোনো শিক্ষার্থীকে যেনো না দেখি এদের পক্ষ নিতে। তাদের পদত্যাগের সময় দিলাম এ কর্মদিবস। সঙ্গে সঙ্গে রাবিয়ানদের অনুরোধ জানাবো আগামীকাল রাকসু ভবনের সামনে সকাল ১০টায় চলে আসবেন।’

রাকসু জিএসের আল্টিমেটামের বিষয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এস. এম. এক্রাম উল্যাহ বলেন, ‘(ডিনদের) রাখবার (মেয়াদ বাড়ানোর) দায়িত্ব ভাইস চ্যান্সেলরের, বিদায় করবার দায়িত্বও ভাইস চ্যান্সেলরের। অতএব, ভাইস চ্যান্সেলরই ব্যবস্থা নিবেন, না নিলে নাই। এখানে আমাদের কিছু আর (করার) নাই। তার আদেশে আছি, তার আদেশে বিদায়। আর আমরা নিজেরাও প্রস্তুত যাওয়ার (মেয়াদ শেষ করার) জন্য।’

ডিনদের মেয়াদ বাড়ানোর বিষয়ে রাবি'র রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. ইফতিখারুল আলম মাসউদ বলেন, ‘আল্টিমেটামের বিষয়ে প্রশাসনের উর্ধ্বতনরা কী ভাবছেন, সেটা এখনো আমি জানিনা। এবিষয়ে বসে একটা সিদ্ধান্ত নেয়া দরকার।’

ডিনদের দায়িত্বের মেয়াদ বাড়ানোর কারণ বিষয়ে তিনি বলেন, ‘ডিনদের দায়িত্ব পালনের মেয়াদ বাড়ানোর বিষয়ে ভাইস চ্যান্সেলরের এখতিয়ার রয়েছে। কিছু যৌক্তিক কারণেই এটা করতে হয়েছে উনাকে। কারণ গতকাল সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। ঢাবির ভর্তি পরীক্ষা হলো। আগামী মাসে আমাদের ভর্তি পরীক্ষা রয়েছে। এখন নতুন কোনো ডিন আসলেও তিনি কতটুকু খাপ খাওয়াতে পারবেন সেটা একটা বিষয়।’

তিনি আরও বলেন, ‘এখন সমাবর্তন নাহলে হয়তো ডিসেম্বরে ডিনদের নির্বাচন আয়োজন করা যেতো। কিন্তু বর্তমান বাস্তবতায় সেটা কঠিন। অতীতেও এরকম মেয়াদ বাড়ানোর রেকর্ড রয়েছে। তারপরওতো ওনারা রুটিন (চলতি) দায়িত্ব পালন করবেন। ওনাদের পূর্ণকালীন মেয়াদতো আর নেই। তারপরও হয়তো ভাইস চ্যান্সেলর এবিষয়ে বসবেন। বসে কোনো একটা সিদ্ধান্ত নিবেন।’

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
যত দ্রুত সম্ভব অনলাইন ও পত্রিকার প্রকাশ শুরু হবে : প্রথম আলো Dec 19, 2025
img
ওসমান হাদির গ্রামের বাড়ি নলছিটিতে নেমে এসেছে শোকের ছায়া Dec 19, 2025
img
হাদির মৃত্যুতে শোক প্রকাশ মা‌র্কিন দূতাবাসের Dec 19, 2025
img
হামলার কারণে কার্যক্রম বন্ধ হওয়ায় পাঠকদের প্রতি প্রথম আলোর দুঃখ প্রকাশ Dec 19, 2025
img
সাংবাদিকদের সুরক্ষায় পদক্ষেপ নিতে সিপিজে এশিয়ার আহ্বান Dec 19, 2025
img
‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’ Dec 19, 2025
বিয়ের আগে ব্যাচেলরেট পার্টি করতে শ্রীলঙ্কায় রাশমিকা Dec 19, 2025
img
বিশ্বে বায়ুদূষণে আজ শীর্ষে লাহোর, একাদশ অবস্থানে ঢাকা Dec 19, 2025
img
শিল্পা শেঠির বাড়িতে আয়কর দপ্তরের হানা! Dec 19, 2025
img
প্রথম আলোর কার্যালয় এখন পুলিশের ‘ক্রাইম সিন’ Dec 19, 2025
img
হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ উপদেষ্টাদের Dec 19, 2025
img
জুলাই বিপ্লব সংবিধান উল্টে দেওয়ার প্রস্তাব করেনি : প্রধান বিচারপতি Dec 19, 2025
img
আমার সঙ্গীর পরিবার যেন আমার পরিবার হয়ে ওঠে: অনন্যা পান্ডে Dec 19, 2025
img
শাহবাগে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা Dec 19, 2025
img
বিক্ষোভকারীদের জন্য খাবার নিয়ে শাহবাগে ছুটে গেছেন গৃহিণী রাশিদা Dec 19, 2025
img
৪৩ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা বাতিল Dec 19, 2025
img
বহিষ্কারের পরদিনই জামায়াতে যোগ দিলেন বিএনপির ২ নেতা Dec 19, 2025
img
বিপিএলে ম্যাচ অফিসিয়াল ঘোষণায় চমক, নেই সেজান Dec 19, 2025
img
সিনেমা থেকে সরাসরি নেতা হওয়া যায় না: কৌশিক ব্যানার্জি Dec 19, 2025
img
এনসিপি নেত্রী রুমীর দাফন সম্পন্ন Dec 19, 2025