ছায়ানটে হামলাকারীদের সিসিটিভি দেখে শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এর আগে, গতকাল রাতে একদল ব্যক্তি দেশের অন্যতম সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটে হামলা চালায়। করা হয় লুটপাট ও অগ্নিসংযোগ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) ধ্বংসস্তূপ পরিদর্শনে গিয়ে উপদেষ্টা ফারুকী কথা বলেন সংবাদকর্মীদের সঙ্গে। উত্তর দেন নানা প্রশ্নের।
ফারুকী বলেন, ছায়ানটে যারা হামলা করেছে তাদের প্রত্যোককে আইনের আওতায় আনা হবে।
তিনি বলেন, ছায়ানট সাধারণত তাদের নিজেদের তহবিল দিয়ে পরিচালিত হয়। তারা কারও সাহায্য নেয় না। তবে তারা যদি সরকারকে জানায়, তবে শিগগিরই সহযোগিতা করা হবে।
আসন্ন জাতীয় নির্বাচন বানচালের উদ্দেশে এই হামলা করা হয়েছে উল্লেখ করে সংস্কৃতি উপদেষ্টা বলেন, এই ভাঙচুরের সঙ্গে প্রতিবাদের কী সম্পর্ক? তিনি বলেন, আজ আমাদের হাদিকে নিয়ে কথা বলার কথা। কিন্তু কারা এই হামলা করে আমাদের কথা বলার বিষয়বস্তু ঘুরিয়ে দিচ্ছে? তারা এদেশের গণতান্ত্রিক পরিবেশ চায় না।
হাদির আবেগ ব্যবহার করে এক দল লোক এই ধ্বংসযজ্ঞের সুযোগ নিয়েছে বলেও জানান তিনি।
টিজে/টিকে