চট্টগ্রামে অ্যাড. সাইফুল ইসলাম আলিফ হত্যায় অংশ নেওয়া চার্জশিটভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার যুবকের নাম সুকান্ত। গণমাধ্যমে প্রকাশিত আলিফ হত্যায় অংশ নেওয়াদের ছবিতে সুকান্তকে সাদা টি-শার্ট পরে অংশ নিতে দেখা গেছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সুকান্তের গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাড. মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী।
তিনি বলেন, সুকান্তকে র্যাব বান্দরবান থেকে গ্রেপ্তার করেছে। সুকান্তের বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ৮টি মামলা রয়েছে।
তিনি জানান, আলিফ হত্যা মামলার চার্জশিটে বলা হয়েছে, ‘স্ট্যাম্প, বঁটি, লোহার রড, গাছের ফলা, ত্রিশূল, পাথর ইত্যাদি মারাত্মক অস্ত্র-শস্ত্র দিয়ে কুপিয়ে, আঘাত করে আলিফকে হত্যা করা হয়েছে।’
সুকান্তকে গ্রেপ্তারের মধ্যে দিয়ে আলোচিত এই হত্যা মামলায় ২২ জন গ্রেপ্তার হলো।
চার্জশিটভুক্ত আরো ১৭ জন পলাতক রয়েছেন।
পিএ/টিএ