মুক্তি পেল ‘ইক্কিস’ ছবির ফাইনাল ট্রেলার, আর তাতেই আবেগে ভেসেছে নেটদুনিয়া। শ্রীরাম রাঘবন পরিচালিত এই ছবিতেই শেষবারের মতো পর্দায় দেখা যাবে সদ্যপ্রয়াত কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রকে। ট্রেলারে তাঁর উপস্থিতি, সংলাপ আর নাচের দৃশ্য দেখে দর্শকদের মনখারাপ হওয়াই স্বাভাবিক।
ফাইনাল ট্রেলারে ধর্মেন্দ্রকে দেখা গেছে শহিদ সেকেন্ড লেফটেন্যান্ট পিভিসি অরুণ ক্ষেত্রপালের বাবার চরিত্রে। একদিকে যুদ্ধের উত্তাল আবহ, অন্যদিকে একজন বাবার আবেগ এই দুইয়ের মেলবন্ধনে ট্রেলারের প্রতিটি মুহূর্ত আলাদা করে দাগ কেটেছে দর্শকের মনে। বিশেষ করে ধর্মেন্দ্রর সংলাপ, যেখানে তিনি নিজের দুই ছেলের বয়সের কথা বলতে গিয়ে জানান, একজন পঞ্চাশে পৌঁছালেও আরেকজন চিরকাল একুশেই রয়ে যাবে এই কথাগুলো নেটিজেনদের চোখে জল এনে দিয়েছে।
ট্রেলারের আরেকটি দৃশ্যে ধর্মেন্দ্রকে নাচতেও দেখা যায়। জীবনের শেষ ছবিতে এমন প্রাণবন্ত উপস্থিতি যেন দর্শকদের কাছে আরও আবেগঘন হয়ে উঠেছে। অনেকেই সামাজিক মাধ্যমে লিখছেন, এই ট্রেলার শুধু একটি ছবির প্রচার নয়, বরং প্রিয় অভিনেতাকে বিদায় জানানোর এক নীরব মুহূর্ত।
‘ইক্কিস’ নির্মিত হয়েছে একাত্তর সালের বসন্তর যুদ্ধের প্রেক্ষাপটে। শহিদ সেকেন্ড লেফটেন্যান্ট অরুণ ক্ষেত্রপালের বীরত্বগাথাই এই ছবির মূল উপজীব্য। যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষের একাধিক ট্যাঙ্ক ধ্বংস করার পর নিজের ট্যাঙ্কে আগুন লাগলেও অবস্থান না ছাড়ার সেই আত্মত্যাগের গল্পই তুলে ধরা হয়েছে পর্দায়।
আগামী ১ জানুয়ারি মুক্তি পেতে চলেছে ছবিটি। ধর্মেন্দ্রর প্রয়াণের পর এই ছবিকে ঘিরে দর্শকের আবেগ আরও তীব্র হয়েছে। নব্বই বছরে পা দেওয়ার আগেই বলিউডের এই কিংবদন্তির বিদায়, আর নতুন বছরের শুরুতেই তাঁর শেষ ছবি সব মিলিয়ে ‘ইক্কিস’ এখন শুধু একটি সিনেমা নয়, স্মৃতির পাতায় লেখা এক শেষ অধ্যায়।
এমকে/টিএ