ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির নামাজে জানাজা উপলক্ষে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জানাজার সময় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১ হাজার বডি ওর্ন ক্যামেরাসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) শনিবার সকালে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, জানাজাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য আগেই বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ইউনিফর্ম ও সাদাপোশাকে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণে ব্যবহার করা হচ্ছে এক হাজার বডি ওর্ন ক্যামেরা।
ডিএমপি আরও জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। জানাজা ও পরবর্তী কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
এদিকে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজন অনুযায়ী ট্রাফিক ব্যবস্থাপনাও জোরদার করা হয়েছে। গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর আহত হন হাদি। পরে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। তবে চিকিৎসকদের দীর্ঘ প্রচেষ্টা সত্ত্বেও গত ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। গতকাল শুক্রবার রাতে হাদির মরদেহ ঢাকায় আনা হয়। আজ তাকে দাফন করা হবে।
ইউটি/টিএ