সামান্য বিরতি শেষে শনিবার থেকেই আবার ক্যামেরার সামনে ফিরছেন শাহরুখ খান। পরিচালক সিদ্ধার্থ আনন্দের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর শুটিংয়ে শুরু হচ্ছে ছবির সবচেয়ে অ্যাকশনসমৃদ্ধ অধ্যায়। ঘোষণার পর থেকেই এই সিনেমা ঘিরে অনুরাগীদের উত্তেজনা তুঙ্গে। প্রি-টিজার প্রকাশের পর সামাজিক মাধ্যমে ঝড় তুলে দিয়েছিল সেই ঝলক।
সূত্রের খবর, এবার শুট হবে স্টাইলিশ ও চোখধাঁধানো একাধিক অ্যাকশন দৃশ্য। বিদেশ নয়, মুম্বইয়ের গোরেগাঁওয়ের ফিল্ম সিটিতেই এই অংশগুলির শুটিং হবে। আন্তর্জাতিক মানের স্টান্ট পরিকল্পনায় পরিচালক সিদ্ধার্থ আনন্দ ও বিদেশি অ্যাকশন বিশেষজ্ঞরা বেশ কিছু সেট পিস তৈরি করেছেন। থাকবে ক্লোজ কমব্যাট, নাটকীয় সংঘাত এবং টানটান উত্তেজনার দৃশ্য। শুটিং নির্বিঘ্ন করতে টেকনিক্যাল টিম দিনরাত পরিশ্রম করছে।
এই অ্যাকশন পর্বের জন্য শাহরুখ খান নিজেও দীর্ঘদিন ধরেই প্রস্তুতি নিচ্ছিলেন। জানা গেছে, কঠিন দৃশ্যগুলো নিজেই করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি আলোচনায় রয়েছেন সুহানা খানও। বাবা শাহরুখের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ দৃশ্যে দেখা যাবে তাঁকে, যার মধ্যে রয়েছে অ্যাকশন দৃশ্যও। সূত্রের দাবি, বাবার কাছ থেকেই নিয়মিত অ্যাকশনের কৌশল রপ্ত করছেন সুহানা। পর্দায় প্রথমবার পিতা-পুত্রীর মারকাটারি অ্যাকশন দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হতে চলেছে।
একটি পূর্ণাঙ্গ অ্যাকশন থ্রিলার হিসেবে তৈরি হচ্ছে ‘কিং’। শাহরুখ ও সুহানার পাশাপাশি এই ছবিতে রয়েছেন অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায়, আরশাদ ওয়ারসি ও অনিল কাপুরের মতো তারকারা। সঙ্গে থাকছে দীপিকার সঙ্গে শাহরুখের রোম্যান্স। অনুরাগীদের বিশ্বাস, দীপিকার উপস্থিতি মানেই শাহরুখের ছবিতে বক্স অফিস সাফল্য প্রায় নিশ্চিত। সেই ধারাবাহিকতা বজায় থাকে কি না, এখন সেদিকেই তাকিয়ে দর্শকরা।
এমকে/টিএ