সব ঠিক থাকলে নতুন বছরের মার্চ মাসে সন্তান ভূমিষ্ঠ হবে। স্বাভাবিক ভাবেই উত্তেজিত রণদীপ হুডা ও লিন লৈশরাম। তার আগে হঠাৎই বিষাদের সুর অভিনেতার স্ত্রীর কণ্ঠে। তবে এই আনন্দের পথ সরল ছিল না। ২০২৫ সালের শুরুতে লিন প্রথমবার অন্তঃসত্ত্বা হলে দম্পতি অত্যন্ত খুশি হয়েছিলেন। কিন্তু সেই খুশি দীর্ঘস্থায়ী হয়নি। লিন সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, গর্ভপাতের কারণে তাদের প্রথম সন্তান হারাতে হয়েছিল। সেই সময় শারীরিক এবং মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। “আমাদের সামলে ওঠার জন্য বেশ কিছুটা সময় লেগেছিল। এখন আবার আমাদের কোলে সন্তান আসছে, আমরা আনন্দিত,” বলেছেন লিন।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, নতুন বছরের মার্চে লিনের সন্তান ভূমিষ্ঠ হবে। রণদীপ এবং লিন ইতিমধ্যেই সন্তানের ঘর সাজানো শুরু করেছেন। পাশাপাশি সম্ভাব্য নাম নির্বাচন নিয়েও আলোচনা চালাচ্ছেন। রণদীপ লিনকে ভাল মা হওয়ার জন্য প্রয়োজনীয় বইও এনে দিয়েছেন। সদ্য জন্ম নেওয়া শিশুর জন্য দুজনই এখন পুরোপুরি ব্যস্ত।
লিনের শারীরিক ও মানসিক কষ্টের অভিজ্ঞতা প্রকাশ পাওয়ায় অনুরাগীদের কাছে তাদের নতুন আনন্দের মুহূর্ত আরও বিশেষ হয়ে উঠেছে। ভক্তরা তাদের খুশি খবরটি সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাসের সঙ্গে গ্রহণ করেছেন।
আরপি/টিকে