শুক্রবার ভারতের রাজধানী দিল্লিতে আয়োজিত ‘এনডিটিভি ইন্ডিয়ান অফ দ্য ইয়ার’ অনুষ্ঠানে বর্ষসেরা নবাগত পরিচালকের শিরোপা জয় করলেন বলিউড বাদশার পুত্র আরিয়ান খান। নিজের প্রথম সিরিজ ‘দ্য বাডাস অফ বলিউড’ এর অসাধারণ সফলতার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা পেলেন তিনি।
পুরস্কার হাতে নিয়ে আরিয়ান অত্যন্ত সাবলীল ভঙ্গিতে তার মা গৌরী খানকে এই জয় উৎসর্গ করেন। মজার ছলে তিনি বলেন, আমার বাবার মতো আমিও পুরস্কার খুব পছন্দ করি। কিন্তু এই পুরস্কারটি বাবার জন্য নয়, আমার মায়ের জন্য। মা সবসময় আমাকে বলতেন- তাড়াতাড়ি ঘুমোতে যাও, কাউকে নিয়ে মজা কোরো না আর গালিগালাজ কোরো না। আর ঠিক এই গুণগুলোর জন্যই আজ এনডিটিভি আমাকে এই পুরস্কার দিয়েছে। রাতে বাড়ি ফেরার পর নিশ্চিতভাবেই আমাকে বকুনি একটু কম খেতে হবে।
বক্তব্যের শুরুতে তিনি নেটফ্লিক্স এবং তার সিরিজের কলাকুশলীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন যারা একজন নবাগত পরিচালকের ওপর আস্থা রেখেছিলেন।
অনুষ্ঠানের অন্যতম আবেগঘন মুহূর্ত ছিল আরিয়ানের দিদিমা সবিতা ছিব্বরের উপস্থিতি। নাতির সাফল্যে আপ্লুত হয়ে তিনি বলেন, পুরো দেশ আজ আমার নাতির কৃতিত্বকে সম্মান জানাচ্ছে, এটা দেখে আমি গর্বিত। দিদিমার কথা শুনে হাসিমুখে আরিয়ান মঞ্চ থেকেই প্রতিশ্রুতি দেন, তার পরবর্তী পুরস্কারটি তিনি তার দিদিমাকে উৎসর্গ করবেন। অনুষ্ঠান শেষে তিনি দর্শকাসনে গিয়ে দিদিমাকে জড়িয়ে ধরেন, যা উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়ে নেয়।
মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি স্কুল থেকে পড়াশোনা শেষে আরিয়ান ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে চলচ্চিত্র ও টেলিভিশন প্রোডাকশন নিয়ে স্নাতক হন। শিশুশিল্পী হিসেবে ‘কভি খুশি কভি গম’ এবং বিভিন্ন অ্যানিমেটেড ছবিতে কণ্ঠ দিলেও, পরিচালক হিসেবে তার অভিষেক হলো ‘দ্য বাডাস অফ বলিউড’-এর মাধ্যমে। রেড চিলিস এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত সাত পর্বের এই সিরিজে অভিনয় করেছেন লক্ষ্য, ববি দেওল এবং সাহের বাম্বার মতো তারকারা।
বলিউডের গ্ল্যামার, প্রতিদ্বন্দ্বিতা এবং আন্ডারওয়ার্ল্ডের নেপথ্য কাহিনীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এই সিরিজের গল্প।
২০০৩ সাল থেকে এনডিটিভি ভারতের প্রগতি ও পরিচয়ের ধারক ব্যক্তিদের সম্মান জানিয়ে আসছে। বিজ্ঞান, ব্যবসা, খেলাধুলা এবং বিনোদনসহ ১৪টি ভিন্ন বিভাগে বিশেষ অবদানের জন্য এই বছরও অসামান্য ভারতীয়দের পুরস্কৃত করা হয়েছে।
আরপি/টিকে