রিকশায় আক্রান্ত হতে পারেন এমন আশঙ্কার কথা আগেই জানিয়েছিলেন শহীদ শরিফ ওসমান হাদি। কিছুদিন আগে একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ আশঙ্কার কথা জানিয়েছিলেন তিনি।
সাক্ষাতকারে হাদি বলেছিলেন, বাংলাদেশের মতো জায়গায় ৫ হাজার টাকায় কন্টাক্ট কিলিং করানো সম্ভব। এই যে আমি রিকশায় ঘুরি, যে কোনো মাদকাসক্তকে টাকা দিলেই তারা আমাকে একটা পোস মেরে চলে যাবে।
এই যে আওয়ামী লীগ মিছিলে লোক নামায়, এখানে কি সব আওয়ামী লীগের নেতাকর্মীরা থাকে! একজন দুই জন থাকে, সব মানুষকে ৫-১০ হাজার টাকা দিয়ে দুই মিনিটের জন্য মিছিলে নামায়। তারপর যে ধরা খায় তাকে থানায় নিয়ে যায়।
তিনি বলেন, অনেকে প্রশ্ন করেন আমাদের সমাজ, রাজনীতি কবে পরিবর্তন হবে। আপনি যত ভালো কথা বলেন, যত টিভি প্রোগ্রাম করেন-এক পয়সারও লাভ হবে না, যতদিন পর্যন্ত আমাদের আর্থিক সঙ্গতি তৈরি হবে।
যতদিন না পর্যন্ত চরম দারিদ্র্য মানুষের মধ্য থেকে দূর হবে, ততদিন পর্যন্ত খুব ভালো রাষ্ট্র পাওয়া সম্ভব নয়। কারণ চরম দারিদ্র্য মানুষকে দুর্নীতিগ্রস্ত এবং অপরাধপ্রবণ হতে উদ্বুদ্ধ করে।
এর আগে, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় পেছনে থেকে আসা মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। মাথায় গুলিবিদ্ধ হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
সোমবার তাকে এয়ারঅ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে শরিফ ওসমান হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ শনিবার বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে শহীদ হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হয়।
এবি/টিকে