টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কনীনিকা ব্যানার্জি আবারও প্রমাণ করলেন, তিনি শুধু পর্দার অভিনেত্রী নন, বাস্তব জীবনেও স্পষ্টবাদী এক কণ্ঠস্বর। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াকেন্দ্রিক জীবনযাপন, বাহ্যিক চাকচিক্য আর দেখনদারির প্রতিযোগিতার বিরুদ্ধে সরাসরি অবস্থান নিলেন তিনি। দামী পোশাক, সাজসজ্জা কিংবা ভার্চুয়াল জনপ্রিয়তাই যে মানুষের পরিচয় নির্ধারণ করে না, সেই বার্তাই উঠে এল তাঁর কথায়।
কনীনিকার মতে, মানুষকে আলাদা করে তোলে তার আত্মবিশ্বাস আর নিজের প্রতি ভালোবাসা। তিনি বলেন, ছেঁড়া জামাতেই একজন মানুষ স্পেশাল হতে পারে, জামা নয় মানুষটাকেই নিজের কাছে বিশেষ হতে হবে। বাহ্যিক আড়ম্বর নয়, ভেতরের শক্তিই একজন মানুষের আসল পরিচয় গড়ে দেয় বলে মনে করেন অভিনেত্রী।
আজকের দিনে অনেকেই সোশ্যাল মিডিয়ার লাইক, কমেন্ট আর অনুসারীর সংখ্যাকে সাফল্যের মাপকাঠি ধরে নেন। কিন্তু কনীনিকার সাফ বক্তব্য, এসব সংখ্যার সঙ্গে মানুষের প্রকৃত মূল্যবোধের কোনও সম্পর্ক নেই। তাঁর চোখে আত্মবিশ্বাসই সবচেয়ে বড় অলংকার। নিজের চোখে নিজে সেরা হতে পারলেই, সাধারণ পোশাকেও একজন মানুষ হয়ে উঠতে পারে অনন্য।
তারুণ্যের এই হুজুগের ভিড়ে, যেখানে বাহ্যিক স্বীকৃতির পেছনে ছুটছে অনেকে, সেখানে কনীনিকা ব্যানার্জির এই বার্তা যেন নিজেকে ভালোবাসার এক বাস্তব পাঠ। অভিনয়ের পাশাপাশি জীবনের দর্শনেও তিনি যে সমানভাবে প্রাসঙ্গিক, তা আবারও বুঝিয়ে দিলেন।
আরপি/টিকে