গোপালগঞ্জে হঠাৎ করেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের পদত্যাগের হিড়িক পড়েছে। গোপালগঞ্জ জেলার মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে টুঙ্গিপাড়া ও মুকসুদপুর উপজেলায় দলটির মোট ১৩ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন। আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের এই গণপদত্যাগ এখন জেলার টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) বিকাল ৫টায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দক্ষিণ জলিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে জরুরি সংবাদ সম্মেলন করে ১৭নং জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের ১০ নেতাকর্মী একযোগে পদত্যাগ করেন। তারা হলেন- গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক সাগর বাগচী, একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রুহুল আমীন শেখ, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি অভি বাগচী ও বিদ্যুৎ বাগচী, সাধারণ সম্পাদক নরেশ গোলদার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শ্যামল বাগচী, সদস্য শিশির বাগচী, হরিচাদ বাগচী, নারায়ণ গোলদার ও রনজন গাইন।
সংবাদ সম্মেলনে পদত্যাগ করা নেতাকর্মীদের লিখিত বক্তব্য পাঠ করেন জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক সাগর বাগচী।
এর আগে এ দিন বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের আরও তিনজন নেতাকর্মী সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন। তারা হলেন- টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, পৌর যুবলীগের সহ-সভাপতি মো. আরিফুল হক ও কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মো. সেলিম শরীফ।
পিএ/টিএ