এমবাপে ও বেলিংহ্যামের দুর্দান্ত গোলে সেভিয়াকে হারাল রিয়াল

সান্তিয়াগো বার্নাব্যুতে টানা দুই হারের পর বছরের শেষ ম্যাচে জয়ের দেখা পেল রিয়াল মাদ্রিদ। সেভিয়ার বিপক্ষে তাদের এগিয়ে যাওয়ার শুরুটা করেছিলেন জুড বেলিংহ্যাম। পরে কিলিয়ান এমবাপের গোলে জয় নিশ্চিত হয় লস ব্লাঙ্কোসদের। একইসঙ্গে এক পঞ্জিকাবর্ষে রিয়ালের হয়ে সর্বোচ্চ ৫৯ গোল করা ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছুঁয়ে ফেললেন বিশ্বকাপজয়ী এই ফরাসি তারকা।


গতকাল (শনিবার) দিবাগত রাতে ঘরের মাঠে সেভিয়াকে লা লিগায় আতিথ্য দেয় রিয়াল। প্রায় সমান লড়াই হলেও গোল ব্যবধানে জাবি আলোনসোর দল পার্থক্য গড়ে দেয়। যার মাধ্যমে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান ১–এ নামিয়ে আনল রিয়াল। ম্যাচে ৫৬ শতাংশ পজেশন রেখে রিয়াল ১৮টি শট নিয়ে ৮টি লক্ষ্যে রাখতে পারে। বিপরীতে সেভিয়ার ১৪ শটের লক্ষ্যে ছিল ৫টি। ৬৮ মিনিটে মার্কাও টেক্সেইরা লাল কার্ড দেখায় বাকি সময়ে ১০ জন নিয়ে খেলেছে সফরকারীরা।



খেলা শুরুর পঞ্চম মিনিটেই স্বাগতিক রিয়াল শিবির প্রথম সুযোগ পায়। যদিও সেভিয়া গোলরক্ষক এগিয়ে এসে রুখে দিয়েছেন ফ্রান গার্সিয়ার শট। পরপরই বড় সুযোগটি আসে সেভিয়ার সামনে, কিন্তু সামনে কেবল গোলরক্ষক থিবো কোর্তোয়া থাকলেও বাইরে মেরে বসেন প্রতিপক্ষ ফুটবলার। বেশ কয়েকটি প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর ৩৮ মিনিটে লিড নেয় রিয়াল। রদ্রিগো গোয়েসের ক্রসে লাফিয়ে দেওয়া হেডে বেলিংহ্যাম দলকে এগিয়ে দিয়েছেন।

বিরতির পর উভয় দল আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমিয়ে তোলে। একের পর এক শট আটকেছেন উভয় দলের গোলরক্ষক। এর মধ্যে পরাস্ত হয়েছে এমবাপের দুটি প্রচেষ্টাও। পিছিয়ে থাকা সেভিয়া ম্যাচের বড় ধাক্কাটি খায় ৬৮ মিনিটে। বেলিংহ্যামকে ফাউল করায় তাদের ডিফেন্ডার মার্কাও টেক্সেইরা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। খেলার যখন আর ৪ মিনিট বাকি, ওই সময় রদ্রিগোকে ফাউল করায় রিয়াল পেনাল্টি পায়। সফল স্পট কিকে রিয়ালের ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে।

জাতীয় দল ও ক্লাবের হয়ে দারুণ মৌসুম কাটাচ্ছেন এই ফরাসি অধিনায়ক। সুযোগ ছিল পর্তুগিজ তারকা রোনালদোর রেকর্ড ভেঙে দেওয়ার। ২০১৩ সালে তিনি রিয়ালের জার্সিতে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ৫৯ গোল করেছিলেন। সমান গোল করে বছর শেষ করলেন এমবাপেও। রোনালদোকে আদর্শ মানেন তিনি, ফলে তার রেকর্ড ছোঁয়ার পরই উদযাপন করেছেন ‘সি…উ’ কায়দায়। এ নিয়ে এবারের লা লিগায় ১৮ ম্যাচে সর্বোচ্চ ১৮তম গোলটি করলেন এমবাপে।

সব প্রতিযোগিতা মিলিয়ে ঘরের মাঠে টানা দুই হারের পর এই জয়ে রিয়াল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে পয়েন্ট ব্যবধান কমালো। ১৮ ম্যাচে ১৩ জয় ও ৩ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে আলোনসোর দল দুইয়ে অবস্থান করছে। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সার পয়েন্ট ৪৩।

এসকে/টিকে 

Share this news on:

সর্বশেষ

হাদির কবরস্থান জিয়ারত করে যা জানালেন জামায়াতের আমীর Dec 21, 2025
img
২১ ডিসেম্বর: ইতিহাসের এই দিনে আলোচিত কী ঘটেছিল? Dec 21, 2025
img
ব্যাপক বন্যার কবলে দুবাই Dec 21, 2025
img
প্রেম করছেন প্রেসিডেন্ট পুতিন Dec 21, 2025
img
জানাজা শেষে ৬ শান্তিরক্ষী সেনার প্রতি রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার শ্রদ্ধা Dec 21, 2025
img
আচমকা সড়ক দুর্ঘটনায় আহত নোরা ফাতেহি Dec 21, 2025
img
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ Dec 21, 2025
img

বিবিএসের জরিপ

দেশের ৪৩ শতাংশ মানুষের নিজস্ব ফোন নেই Dec 21, 2025
img
আমি আপনাদের এলাকার জামাই, ভালোবাসা দিবেন : গিয়াস উদ্দিন তাহেরি Dec 21, 2025
img
কুয়াশার চাদরে ছেয়ে গেছে তেঁতুলিয়া, ফের কমল তাপমাত্রা Dec 21, 2025
হাদির জানাজায় এসে যা বললেন আহমাদুল্লাহ Dec 21, 2025
img
ভোট দেওয়ার জন্য সাড়ে পাঁচ লাখেরও বেশি প্রবাসীর নিবন্ধন Dec 21, 2025
সোনাক্ষীর স্পষ্ট সিদ্ধান্তে নবদম্পতির সম্পর্কের সুস্থতা Dec 21, 2025
img
সম্পদ অর্জনে ইতিহাস গড়লেন ইলন মাস্ক, অঙ্ক ছুঁয়েছে ৭৪৯ বিলিয়ন ডলারে Dec 21, 2025
img
জেমস বন্ডকে দেখা যাবে নেটফ্লিক্সে Dec 21, 2025
img
মিরপুরে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা Dec 21, 2025
img
বাড়ছে কম্বোডিয়া ও থাইল্যান্ড সংঘর্ষ, বাস্তুচ্যুত লাখো মানুষ Dec 21, 2025
img
বিশ্বের দীর্ঘতম রাস্তা : ইউ-টার্নহীন ৩০ হাজার কিলোমিটারের বিস্ময়কর সড়ক Dec 21, 2025
img
২ ম্যাচ হাতে রেখেই অ্যাশেজ নিশ্চিত করল অস্ট্রেলিয়া Dec 21, 2025
img
মুসলিম ব্রাদারহুডের সন্ত্রাসী তালিকাভুক্তি নিয়ে ঘোষণা আসতে পারে: মার্কো রুবিও Dec 21, 2025