১০ জনের দলে পরিণত হওয়া টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে দ্বিতীয়ার্ধে ২ গোলের লিড লিভারপুলের। তবে হাল ছাড়েনি স্বাগতিকরা। নির্ধারিত সময়ের ৭ মিনিট বাকি থাকতে একটা গোল শোধও করে টমাস ফ্রাঙ্কের দল। কিন্তু যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ক্রিস্টিয়ান রোমেরো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে নয়জনের দল হয়ে যায় স্পার্স। সেই সঙ্গে শেষ হয়ে যায় সমতায় ফেরার শেষ সম্ভাবনাটুকুও। জয় পেলেও জোড়া ইনজুরির শঙ্কা নিয়ে মাঠ ছেড়েছে সফরকারী লিভারপুল।
শনিবার (২০ ডিসেম্বর) প্রিমিয়ার লিগের ম্যাচে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে সফরকারী লিভারপুল।
৫৬ মিনিটে আলেক্সান্দার ইসাক ও ৬৬ মিনিটে হুগো একিতেকের গোলে ১০জনের টটেনহ্যামের বিপক্ষে এগিয়ে যায় লিভারপুল। ৮৩ মিনিটে রিচার্লিসন ব্যবধান কমান।
প্রথমার্ধের ৩৩ মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জাভি সিমন্স। ফলে ১০জনের দলে পরিণত হয় টটেনহ্যাম। ম্যাচের ৯৩ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ক্রিস্টিয়ান রোমেরো। ফলে শেষ কয়েক মিনিট ৯জন নিয়ে খেলতে হয়েছে স্বাগতিকদের।
১৭ ম্যাচে ৯ জয় ও ২ ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে পাঁচে আছে লিভারপুল। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে টটেনহ্যাম।
বলের দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে স্বাগতিকরাই এগিয়ে ছিল। ১৫ শটের ৫টি লক্ষ্যে রেখেছিল টটেনহ্যাম। লিভারপুলের ৮ শটের ৪টি লক্ষ্যে ছিল।
আক্রমণ-পাল্টা আক্রমণে প্রথমার্ধেই খেলা জমে ওঠে। দুই দলই এ সময় একাধিক সুযোগ পায়। এরই মধ্যে ৩৩ মিনিটে বড় ধাক্কা খায় স্বাগতিকরা।ফন ডাইককে পেছন থেকে ট্যাকল করে হলুদ কার্ড দেখেন সিমন্স। পরে ভিএআর দেখে শাস্তি বাড়ান রেফারি, দেখান সরাসরি লাল কার্ড।
৫৬ মিনিটে এগিয়ে যায় লিভারপুল। দ্বিতীয়ার্ধে কনর ব্রাডলির বদলি হিসেবে নামা ইসাক গোল করে দলকে এগিয়ে দেন। কিন্তু গোল করেই মাঠ ছাড়তে হয় তাকে।
গোলে শট নেয়ার সময় ইসাককে চ্যালেঞ্জ জানিয়েছিল প্রতিপক্ষের খেলোয়াড়। সেই চ্যালেঞ্জের কারণে গোলের পর উদযাপনও করতে পারেননি তিনি। কিছুক্ষণ পরে দুই সতীর্থের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন এই সুইডিশ।
ইসাকের বদলি হিসেবে নামা জেরেমি ফ্রিমপংও মাঠ ছেড়েছেন চোট নিয়ে। তার জায়গায় নামেন ফেদারিকো চিয়েসা।
৬৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন একিতেকে। কিন্তু নির্ধারিত সময়ের ৭ মিনিট বাকি থাকতে গোল করে ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনেন রিচার্লিসন।
কিন্তু সেই সম্ভাবনা শেষ হয়ে যায় যখন ৯ মিনিটের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে কোনাতেকে ফাউল করে মেজাজ হারিয়ে মাঠ ছাড়েন রোমেরো। ৯ জনের দল নিয়ে আর লড়াই চালিয়ে যেতে পারেনি স্বাগতিকরা।
এমআর/টিএ