লা লিগার ১৭তম রাউন্ডে গতকাল (শনিবার) সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ ২-০ গোলে হারিয়েছে সেভিয়াকে। জিতলেও পারফরম্যান্স দিয়ে ঘরের দর্শকদের সন্তুষ্ট করতে পারেনি মাদ্রিদ ক্লাব। বরং দুয়ো শুনতে হয়েছে কোচ জাবি আলোনসোকে। এদিকে ভিনিসিয়ুস জুনিয়রও আছেন ঝামেলার মধ্যে। ৪ অক্টোবরের পর থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের কোনো গোল নেই।
এনিয়ে টানা ১৪ ম্যাচে জাল খুঁজে পাননি ভিনিসিয়ুস। পাঁচ বছরের মধ্যে সবচেয়ে লম্বা গোলখরা তার। তবে এর চেয়েও লম্বা গোলখরা তিনি দেখেছেন। ২০২০ সালের অক্টোবর থেকে ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ২৫ ম্যাচে কোনো গোল ছিল না তার।
ভিনিসিয়ুসের গোলখরায় প্রতি ম্যাচেই রিয়ালের ওপর চাপ বাড়ছে। আর বাজে ফর্মের কারণে ভক্তদের সঙ্গেও তার সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে। বদলি হয়ে মাঠ ছাড়ার সময় দুয়ো শুনতে হয়েছে তাকে।
কোচ জাবি অবশ্য তার সাত নম্বর জার্সিধারীর পাশেও দাঁড়াননি, আবার ভক্তদেরও সমালোচনা করেননি। তিনি বলেছেন, ‘ভিনিকে কেন দুয়ো দেওয়া হলো? ভক্তদের অধিকার আছে তাদের মতামত প্রকাশ করার।’
এই বছর মাত্র ১৩ গোল করা ভিনিসিয়ুস হয়তো রিয়ালে খুব একটা ভালো নেই। সম্প্রতি সোশাল মিডিয়া ইনস্টাগ্রামে তার প্রোফাইল পিকচারে রিয়ালের জার্সি পরা ছবি পাল্টে ব্রাজিলিয়ান জাতীয় দলের জার্সিতে ছবি দিয়েছেন।
এমআর/টিকে