যুদ্ধের মাঝেও যেমন সৈনিক থামে, একটু নিঃশ্বাস নেয়, ঠিক তেমনই জীবনের দীর্ঘ লড়াইয়ের পথে মানুষেরও প্রয়োজন হয় একটি বিশ্রাম ক্যাম্প। জনপ্রিয় কৌতুকশিল্পী ও কথক জাকির খান এমনই এক অনুভূতির কথা তুলে ধরেছেন তাঁর বক্তব্যে। তাঁর মতে, জীবনের সেই বিশ্রাম ক্যাম্প হলো ভালোবাসার মানুষ আর পরিবার।
জাকির খানের কথায় উঠে এসেছে আধুনিক জীবনের বাস্তবতা। কাজের চাপ, দৌড়ঝাঁপ, দায়িত্ব আর প্রত্যাশার ভারে মানুষ অনেক সময় ক্লান্ত হয়ে পড়ে। ঠিক সেই সময় পরিবার আর প্রিয় মানুষের সান্নিধ্যই হয়ে ওঠে আশ্রয়। যেখানে কিছুক্ষণের জন্য হলেও মন হালকা হয়, শক্তি ফিরে আসে।
তিনি বলেন, এই সম্পর্কগুলো যদি যত্ন করে আগলে রাখা যায়, তাহলে জীবনের অনেক কঠিন পথও সহজ হয়ে যায়। সাফল্য বা ব্যর্থতা—সব কিছুর মাঝেই ভালোবাসার মানুষ পাশে থাকলে লড়াই করার সাহস বাড়ে। বাহ্যিক অর্জনের চেয়ে এই মানসিক নিরাপত্তাই জীবনের আসল শক্তি।
জাকির খানের এই বক্তব্য শুধু ব্যক্তিগত অনুভূতির প্রকাশ নয়, বরং ব্যস্ত জীবনে সম্পর্কের গুরুত্ব নিয়ে একটি নীরব বার্তা। যেখানে তিনি মনে করিয়ে দেন, জীবনের যুদ্ধে জয়ী হতে হলে মাঝে মাঝে বিশ্রাম নিতে জানতে হয়, আর সেই বিশ্রামের ঠিকানাই হলো পরিবার ও ভালোবাসা।
কেএন/টিকে