গত গ্রীষ্মকালীন দলবদলে আলেক্সান্দার ইসাককে দলে ভেড়াতে ব্যর্থ হয়ে নিক ভল্ডেমাটকে দলে ভিড়িয়েছিল নিউক্যাসল ইউনাইটেড। ইসাকের চেয়ে দামে অনেক সস্তা হলেও চলতি মৌসুমে পারফরম্যান্সে সুইডিশ তারকাকে পেছনে ফেলেছেন ভল্ডেমাড। ২৩ বছর বয়সী জার্মান ফরোয়ার্ড চেলসির বিপক্ষেও জ্বলে উঠলেন। প্রথমার্ধে জোড়া গোল করে নিউক্যাসলকে জয়ের স্বপ্নও দেখাচ্ছিলেন। কিন্তু দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ম্যাচে ফিরে পয়েন্ট আদায় করে নিয়েছে চেলসি।
শনিবার (২০ ডিসেম্বর) সেন্ট জেমস পার্কে সফরকারী চেলসির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে স্বাগতিক নিউক্যাসল ইউনাইটেড। প্রথমার্ধে জোড়া গোল করে ম্যাগপাইদের লিড এনে দেন জার্মান ফরোয়ার্ড ভল্ডেমাড। দ্বিতীয়ার্ধে রিসে জেমস ও জোয়াও পেদ্রো ব্লুজদের সমতায় ফেরায়।
বলের দখলে চেলসির চেয়ে পিছিয়ে থাকলেও আক্রমণে সমানে সমান লড়েছে স্বাগতিক নিউক্যাসল। ১১টি শটের ৫টিই লক্ষ্যে রেখেছে তারা। চেলসির ১৪ শটের ৪টি লক্ষ্যে ছিল।
৪ মিনিটের মাথায় স্বাগতিকদের এগিয়ে দেন ভল্ডেমাড। ২০ মিনিটে অ্যান্থনি গর্ডনের পাস থেকে আরেকটি গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এই জার্মান। চলতি মৌসুমে লিগে এই নিয়ে ১৪ ম্যাচে ৭ গোল করলেন এই জার্মান ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া চেলসি ৪৯ মিনিটের মাথায় ব্যবধান কমায় রিসে জেমসের গোলে। আর ৬৬ মিনিটে গোলরক্ষক রবার্তো সানচেজের পাস থেকে গোল করে সফরকারীদের সমতায় ফেরান পেদ্রো।
এই ড্রয়ে ১৭ ম্যাচ শেষে ২৯ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে আছে চেলসি। ২৩ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে নিউক্যাসল।
এমআর/টিকে