আফ্রিকার বর্ষসেরা ফুটবলার আশরাফ হাকিমি মাঠে ফিরতে প্রস্তুত। পিএসজিতে খেলা মরক্কোর এই ডিফেন্ডার জানিয়েছেন, অ্যাঙ্কেলের লিগামেন্টের চোট থেকে সেরে উঠেছেন তিনি।
মরক্কোয় হচ্ছে এবারের আফ্রিকা কাপ অব নেশন্স। ঘরের মাঠে অধিনায়কের খেলা নিয়ে সংশয় জাগে গত মাসে বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে তিনি চোট পাওয়ায়।
আগামী রোববার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে কমোরোসের মুখোমুখি হবে সদ্য আরব কাপ জেতা মরক্কো। এর আগের দিন সংবাদ সম্মেলনে সেরে ওঠার খবর জানান ২৭ বছর বয়সী হাকিমি। তবে খেলার ব্যাপারটা নির্ভর করছে কোচ ওয়ালিগ রেগরাগির ওপর।
“আমি ভালো অনুভব করছি। চিকিৎসক এবং কোচ যে পরামর্শ দিয়েছেন, আমি সেটা অনুসরণ করছি। এরপর আমরা দেখব কোচ কী সিদ্ধান্ত নেন। আপনারা তাকে জিজ্ঞেস করতে পারেন।”
“চোট পাওয়ার পর শঙ্কিত হয়ে পড়ি। কাপ অব নেশন্স মিস করতে চাইনি, যেটা আমরা আয়োজন করছি। আমি দলের সঙ্গে থাকতে চেয়েছিলাম। জানি না, কখন আমি খেলব। তবে আমার নিজেকে প্রস্তুত মনে হচ্ছে।”
চোট থেকে সেরে ওঠার জন্য হাকিমি যে ত্যাগ স্বীকার করেছেন তাতে মুগ্ধ মরক্কো কোচ। তবে তারকা ডিফেন্ডারের রোববার খেলা নিয়ে কোনো আভাস দিলেন না তিনি।
“সে কি শুরুর একাদশে থাকবে? নাকি আমরা তাকে বিশ্রাম দেব। আমরা দেখব। এটা হবে আমার সিদ্ধান্ত। সে হয়তো কাল শুরু করতে পারে… কিংবা না।”
এমআর/টিকে