‘ভিশন ২০৩০’ লক্ষ্য সামনে রেখে বিভিন্ন দেশ থেকে খেলোয়াড় নেয়ার পরিকল্পনা করছে সৌদি আরব। সেই লক্ষ্যে বাংলাদেশ থেকেও ক্রিকেটার চেয়েছিল দেশটি। সকল আইনি প্রক্রিয়া শেষ করে সৌদি আরবের হয়ে খেলবেন যারা। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম প্রস্তাবে না করে দিয়েছেন।
খবর, সৌদি আরব বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে খেলোয়াড় দেয়ার জন্য অনুরোধ করেছিল। বিসিবি প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। ‘বলা যায় প্রায় দুমাস আগে সৌদি আরব আমার কাছে এসেছিল এবং না বলেছিলাম।’ বলেছেন বিসিবি সভাপতি আমিনুল।
‘তারা আমাদের কাছে অনুরোধ করেছিল ছেলে এবং মেয়ে উভয় খেলোয়াড়ের জন্য। তারপর তারা কোচের জন্যও আমাকে বলেছিল। কিন্তু কীভাবে আমি দেশের স্বার্থ বিসর্জন দিয়ে তাদের খেলোয়াড় দিতে পারি?’
সৌদি আরব এলআইভি গলফ, ফর্মুলা ওয়ান এবং ২০৩৪ ফিফা বিশ্বকাপে বড় বিনিয়োগের মাধ্যমে বিশ্বব্যাপী খেলাধুলায় উপস্থিতি জানান দিতে চাইছে এবং এখন আইসিসি-এসিসি’র কৌশলগত সহায়তায় উপসাগরীয় অঞ্চলে ক্রিকেটে পরবর্তী অগ্রবর্তী শক্তি হিসেবে নিজেদের অবস্থান তৈরি করতে চাইছে।
এসএন