দুই দফা দাবি না মানায় পরবর্তী কর্মসূচির বিষয়ে আগামীকাল (সোমবার, ২২ ডিসেম্বর) দুপুর ১২টায় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন আয়োজনের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। আজ (রোববার, ২১ ডিসেম্বর) রাত ৯টা ৪ মিনিটে দলটির ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ কথা জানানো হয়।
পোস্টে বলা হয়, দশ লক্ষাধিক মানুষের উপস্থিতি ও উচ্চকিত সম্মতিতে ঘোষিত ইনকিলাব মঞ্চের ২ দফা দাবির ১ দফাও মানা হয়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহ-স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে ব্যাখ্যা দেয়া হয়নি।
পোস্টে আরও বলা হয়, সিভিল-মিলিটারি গোয়েন্দা সংস্থার ওপর প্রধান উপদেষ্টার পূর্ণ কর্তৃত্ব স্থাপনপূর্বক সেসব সংস্থা থেকে হাসিনার চরদের গ্রেপ্তার করা হয়নি।
অ্যাডিশনাল আইজিপিকে দিয়ে সংবাদ সম্মেলন করিয়ে শহিদ ওসমান হাদিকে হত্যার ঘটনাকে তুচ্ছ ও অগুরুত্বপূর্ণ দেখানো হয়েছে। এ প্রেক্ষিতে আগামীর কর্মসূচি ও দাবি নিয়ে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন আহ্বান করছি-২২ ডিসেম্বর, সোমবার, দুপুর ১২টা। মধুর ক্যান্টিন, ঢাকা বিশ্ববিদ্যালয়।
এর আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারী, হামলার পরিকল্পনা ও সহায়তাকারীদের গ্রেপ্তারসহ দুই দফা দাবি পূরণে ব্যর্থ হলে স্বরাষ্ট্র, আইন ও পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বলে হুঁশিয়ারি দেয় ইনকিলাব মঞ্চ।
আজ বিকেলে এক প্রেস বিবৃতিতে এসব দাবি জানায় ইনকিলাব মঞ্চ। বিবৃতিতে বলা হয়, শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনে সহায়তাকারী, পলায়নে সহযোগী এবং আশ্রয়দাতাসহ পুরো খুনি চক্রকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে।
একই সঙ্গে ১২ ডিসেম্বর থেকে এ পর্যন্ত বিচার প্রক্রিয়া এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে কী কী পদক্ষেপ নেয়া হয়েছে, সে বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও সহকারী উপদেষ্টা খোদা বকশ চৌধুরীকে জাতির সামনে ব্যাখ্যা দিতে হবে।
এসএন