রাজধানীর শেরে বাংলা নগর এলাকা থেকে বিপুল ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (২২ ডিসেম্বর) র্যাব-১০ থেকে এক ক্ষুদেবার্তায় বিষয়টি জানানো হয়েছে।
র্যাব-১০ জানায়, প্রায় ১৮ লাখ টাকা মূল্যমানের ৫ হাজার ৯৩৮ পিস ইয়াবাসহ ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ক্ষুদেবার্তায় গ্রেপ্তার ওই মাদক কারবারির পরিচয় জানানো হয়নি।
এদিকে রোববার (২১ ডিসেম্বর) সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু’ পরিচালনা করে আরও ৬৪৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, এই সময়ে মোট ২৩ হাজার ১৪৯টি মোটরসাইকেল ও ২ হাজার ৭৬৯টি গাড়ি তল্লাশি করা হয়।
সবমিলিয়ে ইতোমধ্যে সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু’ পরিচালনা করে এ পর্যন্ত প্রায় ৬ হাজার জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (২০ ডিসেম্বর) রাতে এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সম্প্রতি লুট হওয়া অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম জোরদার ও বেগবান করার পাশাপাশি ফ্যাসিস্ট টেরোরিস্টদের দমনের লক্ষ্যে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু’ পরিচালনার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। গত ১৩ ডিসেম্বর সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
কেএন/টিকে