বিশ্বজুড়ে জনপ্রিয় ভিডিও গেম সিরিজ ‘কল অব ডিউটি’-এর সহ-নির্মাতা ভিন্স জ্যাম্পেলার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
ইলেকট্রনিক আর্টস (ইএ) এক বিবৃতিতে জ্যাম্পেলার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তিনি ইএ-এর মালিকানাধীন রিস্পন এন্টারটেইনমেন্ট স্টুডিওর সহ-প্রতিষ্ঠাতা ছিলেন।
লস অ্যাঞ্জেলেসের একটি মহাসড়কে স্থানীয় সময় রোববার ফেরারি গাড়িতে করে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়েন। এতে গাড়িটিতে আগুন ধরে যায়।
ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল জানায়, অজ্ঞাত কারণে গাড়িটি রাস্তা থেকে ছিটকে কংক্রিটের ব্যারিয়ারে আঘাত করে এবং সঙ্গে সঙ্গে আগুনে পুড়ে যায়। গাড়িতে দুজন আরোহী ছিলেন।
যাত্রী আসন থেকে একজন ছিটকে পড়েন, আর চালক গাড়ির ভেতরেই আটকা পড়েন। দুজনই ঘটনাস্থলেই মারা যান। তবে কে গাড়িটি চালাচ্ছিলেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ইলেকট্রনিক আর্টসের মুখপাত্র বিবিসিকে বলেন, ‘এটি কল্পনাতীত এক ক্ষতি।
ভিন্সের পরিবার, প্রিয়জন এবং তার কাজের মাধ্যমে যারা প্রভাবিত হয়েছেন সবার প্রতি আমাদের গভীর সমবেদনা।’
২০০৩ সালে জেসন ওয়েস্ট ও গ্রান্ট কলিয়ারের সঙ্গে মিলে কল অব ডিউটি গেমটি তৈরি করেন ভিন্স জ্যাম্পেলা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই গেম সিরিজটি বিশ্বজুড়ে ৫০ কোটির বেশি কপি বিক্রি হয়েছে। এর ফলে মাইক্রোসফটের মালিকানাধীন অ্যাকটিভিশন পরিণত হয় বিশ্বের অন্যতম লাভজনক গেমিং কোম্পানিতে। কল অব ডিউটি নিয়ে শিগগিরই একটি লাইভ-অ্যাকশন চলচ্চিত্রও মুক্তি পাওয়ার কথা।
তবে কল অব ডিউটিই জ্যাম্পেলার একমাত্র সাফল্য নয়। মেডেল অব অনার, টাইটানফল ও এপেক্স লেজেন্ডস-এর মতো জনপ্রিয় গেমগুলোর পেছনেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।
দ্য গার্ডিয়ানের ভিডিও গেমস সম্পাদক কেজা ম্যাকডোনাল্ড বিবিসি নিউসহাওয়ারে বলেন, ‘তিনি খেলোয়াড়দের অভিজ্ঞতাকে ভীষণ গুরুত্ব দিতেন। মানুষ গেম খেললে কেমন অনুভব করবে, সেটাই ছিল তার প্রধান চিন্তা।’
২০১০ সালে জ্যাম্পেলা ও জেসন ওয়েস্টকে অ্যাকটিভিশন থেকে বরখাস্ত করা হয়। এরপর কোম্পানিটির সঙ্গে তাদের দীর্ঘ আইনি বিরোধ চলে, যা ২০১২ সালে আদালতের বাইরে মীমাংসা হয়। পরে ইলেকট্রনিক আর্টসে যোগ দিয়ে জ্যাম্পেলা কাজ করেন ব্যাটলফিল্ড ৬-এ, যা কল অব ডিউটির সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত।
কল অব ডিউটি-এর নির্মাতা প্রতিষ্ঠান ইনফিনিটি ওয়ার্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, ‘আমাদের ইতিহাসে ভিন্স জ্যাম্পেলার একটি বিশেষ স্থান চিরকাল থাকবে। আইকনিক ও দীর্ঘস্থায়ী বিনোদন তৈরির যে উত্তরাধিকার তিনি রেখে গেছেন, তা অপরিমেয়।’
টিজে/টিকে