ওপার বাংলার অভিনেতা প্রতীক সেন এক কথোপকথনে সাফল্য নিয়ে নিজের বাস্তব অভিজ্ঞতা ও দর্শনের কথা তুলে ধরেছেন। তার মতে, সাফল্যের কোনও নির্দিষ্ট সংজ্ঞা নেই, নেই কোনও একমাত্র পথও। সমাজে দীর্ঘদিন ধরে যে ধারণা প্রচলিত, বেশি পড়াশোনা করলেই সাফল্য নিশ্চিত এই বিশ্বাসের সঙ্গে তিনি একমত নন।
প্রতীক বলেন, জীবনে সাফল্য নানা জায়গা থেকে আসতে পারে। কেউ ছোট একটি মুদির দোকান চালিয়েও নিজের মতো করে সফল হতে পারেন, আবার কেউ বছরের পর বছর পড়াশোনা করেও কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে না-ও পারেন। তার বক্তব্যে স্পষ্ট, সাফল্য মূলত নির্ভর করে মানুষের নিজের দক্ষতা, পরিশ্রম এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার ওপর, শুধুমাত্র ডিগ্রি বা সামাজিক পরিচয়ের ওপর নয়।
অভিনেতার এই মন্তব্য বর্তমান প্রজন্মের কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। যেখানে চাকরি, ফলাফল আর সামাজিক স্বীকৃতির চাপ ক্রমশ বাড়ছে, সেখানে প্রতীকের বক্তব্য যেন নতুন করে ভাবতে শেখায়। তিনি মনে করেন, প্রত্যেক মানুষের জীবনের লক্ষ্য আলাদা, তাই সাফল্যের মাপকাঠিও আলাদা হওয়া উচিত।
টেলিভিশন দুনিয়ায় নিজের জায়গা তৈরি করা প্রতীক সেন বিশ্বাস করেন, নিজের কাজের প্রতি সততা আর আত্মবিশ্বাস থাকলে সাফল্য এক না এক ভাবে ধরা দেবেই। তার এই কথায় জীবনের বাস্তব চিত্র যেমন উঠে এসেছে, তেমনই ফুটে উঠেছে সমাজের প্রচলিত ধারণার বিরুদ্ধে এক স্পষ্ট বার্তা।
আরপি/এসএন