তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে থাকবে সর্বোচ্চ নিরাপত্তা : স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দীর্ঘ দেড় যুগ পর আগামীকাল ২৫শে ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরছেন তিনি। তার এই নিরাপদ আগমন নিশ্চিত করতে রাজধানীজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। তার নিরাপদ আগমন নিশ্চিত করতে ইতোমধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আইন প্রয়োগকারী সংস্থাকে সম্পূর্ণ সতর্ক ও সমন্বিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সরকার জননিরাপত্তা বজায় রাখতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম তারেক রহমানকে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে উল্লেখ করে বলেন, তাঁর সুরক্ষায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা পোশাকে ও সাদা পোশাকে দায়িত্ব পালন করবেন। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, নিরাপত্তায় পর্যাপ্ত সংখ্যক গোয়েন্দা পুলিশ মোতায়েন থাকবে।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, তারেক রহমান বিমানবন্দর থেকে গুলশানে আসার পথে বিপুল সংখ্যক পুলিশ সদস্যের পাশাপাশি ঢাকা মহানগর পুলিশের সোয়াট টিমের সদস্যরাও মাঠে থাকবেন। এছাড়া তাঁর বাসভবন ও অফিসেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে।

সরকারি নিরাপত্তার পাশাপাশি বিএনপির পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর নেতৃত্বে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সসহ একাধিক টিম বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করবে।

বিএনপি নেতারা জানিয়েছেন, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান ঢাকায় এসে পৌঁছালে দলের পক্ষ থেকে তাকে যথাযথ মর্যাদায় স্বাগত জানানো হবে। এই উপলক্ষে রাজধানীতে যে বড় ধরনের জনসমাগম হবে, তা শৃঙ্খলাবদ্ধ রাখতে নেতাকর্মীদের প্রতি এরই মধ্যে বিশেষ আহ্বান জানানো হয়েছে। এর মধ্য দিয়ে তার দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে।

পিএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ভারতের বিরুদ্ধে আইসিসিতে দ্বারস্থ হলেন পিসিবি সভাপতি Dec 24, 2025
img
মেয়াদ বাড়ল মেট্রোরেল সেবার ওপর ভ্যাট অব্যাহতির Dec 24, 2025
img
আসন্ন নির্বাচনে ভোট দিতে প্রবাসী নিবন্ধন ৬ লাখ ৭২ হাজার Dec 24, 2025
img
ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন রাশেদ খান Dec 24, 2025
img
৪৭ লাখ টাকার লক্ষ্যমাত্রা পূরণ, এখন শুরু আসল লড়াই : তাসনিম জারা Dec 24, 2025
img
১৬ বছর পর বিজয় হাজারে ট্রফিতে বিরাট কোহলি Dec 24, 2025
img
বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল ইংল্যান্ড Dec 24, 2025
img
শাহজালালে আজ সন্ধ্যা ৬টা থেকে ২৪ ঘণ্টা দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা Dec 24, 2025
img
খেজুর আমদানিতে শুল্ক কমালো সরকার Dec 24, 2025
img
ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক : অর্থ উপদেষ্টা Dec 24, 2025
img
২০২৫ সালে হিন্দি সিনেমার রেকর্ডব্রেকিং বছর Dec 24, 2025
img
ভারতে মার্কিন দূতাবাস ও কনস্যুলেট বন্ধ ঘোষণা Dec 24, 2025
img
সংকটেই জেগে ওঠে মানুষের আসল শক্তি: অমিতাভ বচ্চন Dec 24, 2025
img
৭ কলেজের খসড়া অধ্যাদেশ নিয়ে মন্ত্রণালয়ের বৈঠক আজ Dec 24, 2025
img

রামপুরায় ২৮ হত্যা

বিজিবির রেদোয়ানুলসহ চারজনের বিষয়ে আজ অভিযোগ গঠনের আদেশ Dec 24, 2025
img
কাতারের সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন চট্টগ্রামের যুবক Dec 24, 2025
img
সিলেট-৪ আসনে দ্বন্দ্বের অবসান ঘটিয়ে হাত মেলালেন আরিফ-হাকিম Dec 24, 2025
img
স্বতন্ত্র প্রার্থী হওয়ার পথে রুমিন ফারহানা, বিএনপি ছাড়ার ইঙ্গিত Dec 24, 2025
img
দূরত্ব বাধা নয়, ভালোবাসাই আসল: মিশমি দাস Dec 24, 2025
img
পুতিনের সঙ্গে সিরিয়ার মন্ত্রীদের বৈঠকে নিরাপত্তা জোরদারের ইঙ্গিত Dec 24, 2025