দেশের সমসাময়িক নানা ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে নেটিজেনদের কাছে পরিচিত তিনি। তবে হঠাৎ করেই যেন সুর পাল্টালেন এই অভিনেত্রী। ক্ষোভ আর অভিমান থেকে জানালেন, এখন থেকে আর প্রতিবাদ নয় বরং নিজেকে ব্যস্ত রাখবেন ‘রোমান্টিক’ ছবি পোস্ট করায়।
সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে এমনটাই জানিয়েছেন চমক। সেখানে তিনি লেখেন, ‘এই দেশে সব অবস্থায় চুপ থাকাই নাকি বুদ্ধিমানের কাজ। যারা অন্যায়ের প্রতিবাদ করেন, তারা নির্বোধ।’
দেশের বর্তমান পরিস্থিতির দিকে ইঙ্গিত করে অনেকটা শ্লেষের সুরেই চমক আরও লেখেন, ‘আজকে থেকে যাই হোক, আমি শাড়ি পরে রোমান্টিক ছবি দেব।’
অভিনেত্রীর এমন স্ট্যাটাস মুহূর্তে নজর কেড়েছে অনুসারীদের। মন্তব্যের ঘরে অনেকেই জানতে চেয়েছেন, হঠাৎ কেন এমন সিদ্ধান্ত? কেউ কেউ আবার তার এই ‘রোমান্টিক ছবি’ দেওয়ার ঘোষণাটিকে বর্তমান পরিস্থিতির প্রতি তার তীব্র কটাক্ষ ও নীরব প্রতিবাদ হিসেবে দেখছেন।
উল্লেখ্য, এর আগে কোটা সংস্কার আন্দোলনসহ দেশের বিভিন্ন ক্রান্তিলগ্নে ফেসবুকে সরব থাকতে দেখা গেছে চমককে। তবে সোমবারের এই স্ট্যাটাস স্পষ্ট করে দিল, সমসাময়িক পরিস্থিতি নিয়ে হয়তো হতাশ বা বিরক্ত হয়ে নিজেকে গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আরআই/টিএ