মৌলভীবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন- কুলাউড়া উপজেলা ৮ নম্বর রাউৎগাঁও ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুয়াইবুর রহমান, ২ নম্বর ভুনবীর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. জয়নাল মিয়া, শ্রীমঙ্গল শ্রমিক লীগের সক্রিয় কর্মী রিপন মিয়া ওরফে চায়না রিপন, মৌলভীবাজার সদর আওয়ামী লীগের সক্রিয় কর্মী মশিকুর রহমান, যুব-প্রজন্মলীগ মৌলভীবাজার জেলা শাখার সহসভাপতি ফয়ছাল আহমেদ, বড়লেখা উপজেলা ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাসুক আহমদ।
বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, ‘ডেভিল হান্ট ফেজ টু অভিযানে এ পর্যন্ত আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ৫৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’
এসএস/এসএন