আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক ডা. তাজনুভা জাবীন। গত সোমবার (২২ ডিসেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
এদিকে, তাজনুভা নির্বাচনের জন্য জনগণের সহায়তা চাইছেন। অনেকেই তাকে সহায়তা করছেন। এনসিপির এই নেত্রীকে একজন ২৪ টাকা অনুদান পাঠিয়েছেন। এর কারণে হিসেবে প্রেরক তাকে একটি মেসেজে লিখেছেন, সিকিউরিটি গার্ডের চাকরি করি, তাই বেশি দিতে পারিনি আপু।
জনসাধারণের কাছ থেকে এ প্রাপ্তিকেই বড় প্রাপ্তি হিসেবে দেখছেন তাজনুভা জাবীন। এ বিষয়ে তাজনুভা নিজের ফেসবুকে লিখেছেন, আমি শুধু কাঁদছিলাম। আমি তাকে যখন ফোন দিই, তিনি তখন রাতের ডিউটিতে। তিনি আমার ফোন পেয়ে বেশ উত্তেজিত হন, আমার সঙ্গে কথা বললেন। আমি বাকরুদ্ধ হয়ে গেছি। আল্লাহ আমাদের আশীর্বাদ দান করুন যেন তাদের প্রতি আমরা যত্নশীল হতে পারি।
এর মধ্যে তাজনুবা জাবীনের তহবিলে ৫ লাখ টাকা জমা হয়েছে। বিষয়টি জানিয়ে জাবীন বলেন, মাত্র ৭ দিন আগে আমি নির্বাচনী অনুদানের জন্য আপনাদের কাছে অনুরোধ রাখি। সেটা একটু আগে সোয়া ৫ লাখে উঠেছে। আমি প্রত্যেকটা পয়সার মর্যাদা রাখব। ওয়াদা।
আমি কৃতজ্ঞ। আমার চোখে পানি এই পোস্ট লেখার সময়। আমার জন্য নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনের জন্য নির্ধারিত খরচের পরিমাণ ৩৩ লাখ টাকা। আপনারা আমাদের সাথে থাকবেন। আপনাদের টাকাতেই আমরা নির্বাচন করব। আপনাদের কাছেই প্রত্যেকটা পয়সার কৈফিয়ত দেব।
এসএস/এসএন