অভিনেতা আর মাধবন ব্যক্তিগত অধিকার রক্ষার্থে আদালতের দ্বারস্থ হলেন। সম্প্রতি দিল্লি হাইকোর্টে মাধবন দাবি জানান, বিভিন্ন ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি এবং ভিডিও অনুমতি ছাড়াই ব্যবহার করা হচ্ছে। অভিনেতার নাম ব্যবহার করে তৈরি হয়েছে বিজ্ঞাপন, এমনকি ‘কেশরী ৩’ ও ‘শয়তান ২’ ছবির ট্রেলারে তাঁর ছবি ব্যবহারের অভিযোগ উঠেছে।
এই বিষয়ে আদালত নির্দেশ দিয়েছে, যে ওয়েবসাইট ও হ্যান্ডেলগুলো মাধবনের ছবি ব্যবহার করছে, তা অবিলম্বে সরাতে হবে। আদালত আরও উল্লেখ করেছে, এআই বা ডিপফেকের মাধ্যমে তৈরি কনটেন্ট ভেবে দেখা যায় সরানোর পরও ভবিষ্যতে পুনরায় ব্যবহারের সম্ভাবনা থাকে। ২০২৬ সালের মে মাসে মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।
এই ঘটনা নতুন নয়; আগে থেকেই এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন মাধবন। বিগত সময়ে সালমান খান, হৃতিক রোশন, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই-সহ অনেক তারকারাও একই কারণে আদালতের দ্বারস্থ হয়েছেন। প্রধানত ডিপফেকের মাধ্যমে অভিনেতাদের ছবি ও ভিডিও যৌন বা অনাকাঙ্ক্ষিত প্রেক্ষাপটে ব্যবহার করা হচ্ছে, যা তাদের ভাবমূর্তিতে ক্ষতি করে।
আরপি/এসএন